Advertise

ওয়েব ডেস্ক

০৩ ফেব্রুয়ারি , ২০১৬ ১২:০৯

মালালার স্কুলে বোমা হামলার হুমকি

ব্রিটেনে আটটি স্কুলে বোমা হামলার হুমকি দেয়া হয়েছে। এর মধ্যে শান্তিতে নোবেল বিজয়ী মালালা ইউসুফজাইয়ের স্কুলও রয়েছে।

মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) ব্রিটেনের স্থানীয় সময় সকাল ৮টায় ফোনে এই হুমকি দেয়া হয়। এই বিষয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। খবর টাইমস অব ইন্ডিয়ার।   

স্কুলগুলো ইংল্যান্ড এবং স্কটল্যান্ডে অবস্থিত। ছয়টি বার্মিংহামে এবং দুটি গ্ল্যাসগোতে। হুমকি পাওয়ার পর স্কুলগুলো খালি করে দেয়া হয়।

বার্মিংহামের এডবাস্টন হাইস্কুল ফর গার্লসে ১৮ বছর বয়সী মালালা পড়েন। ওয়েস্টল্যান্ড পুলিশ ঘটনার তদন্ত করছে বলে জানা গেছে।

গত সপ্তাহেও এরকম হুমকি এসেছিল।

ওই হুমকি দেয়ার দাবি করেছিল রাশিয়ার একটি টুইটার গ্রুপ। তবে এবারও তারা করেছে কিনা সেই বিষয়ে কিছু নিশ্চিত হওয়া যায়নি।

আপনার মন্তব্য

আলোচিত