Advertise

আন্তর্জাতিক ডেস্ক

০৫ ফেব্রুয়ারি , ২০১৬ ১৭:০১

জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে বন্দুকধারীর হামলা

পশ্চিম আফ্রিকার দেশ মালিতে জাতিসংঘের শান্তিরক্ষী মিশনের একটি চেকপয়েন্টে হামলা চালিয়েছে অজ্ঞাত একদল বন্দুকধারী।

শুক্রবার (০৫ ফেব্রুয়ারি) দেশটির উত্তরাঞ্চলীয় তিমবুকতু শহরের বাইরে মালি সেনাবাহিনীর একটি চেকপয়েন্টে এ হামলার ঘটনা ঘটে বলে স্থানীয় গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।


স্থানীয় এক অধিবাসী দাবি করেছেন, জাতিসংঘের শান্তিরক্ষী মিশন প্রাঙ্গনে যেখানে নাইজেরীয় বাহিনীর অবস্থান ছিল, সেখানে অনেককে পড়ে থাকতে দেখা গেছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত বন্দুকধারীদের সঙ্গে শান্তিরক্ষী বাহিনীর সদস্যদের লড়াই চলছিল।

আপনার মন্তব্য

আলোচিত