১৫ নভেম্বর, ২০২৫ ১০:৪৩
ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের শ্রীনগরের নোগাম থানায় ভয়াবহ বিস্ফোরণে সাতজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অন্তত ২৭ জন। নিহতদের মধ্যে শ্রীনগর প্রশাসনের দুই কর্মকর্তা রয়েছেন।
ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, শনিবার (১৫ নভেম্বর) মধ্যরাতে শ্রীনগরের নোগাম থানায় জব্দ করা বিস্ফোরকে বিস্ফোরণ হয়ে এ হতাহতের ঘটনা ঘটে।
পাঁচজনের অবস্থা গুরুতর এবং আশঙ্কা করা হচ্ছে, এ সংখ্যা বাড়তে পারে। নিহতদের বেশিরভাগ পুলিশ সদস্য এবং ফরেনসিক দলের সদস্য। তারা বিস্ফোরক পরীক্ষা-নিরীক্ষা করার সময় এ ঘটনা ঘটে।
আহতদের সেনাবাহিনীর ৯২ ঘাঁটি হাসপাতাল এবং শের-ই-কাশ্মীর ইনস্টিটিউট অব মেডিকেল সাইন্সে নিয়ে যাওয়া হয়েছে। বিস্ফোরণের পর ঘটনাস্থলে গেছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এছাড়া ওই জায়গা ঘিরে ফেলা হয়েছে।
এনডিটিভি জানায়, এই থানার পুলিশ সদস্যরা ওই এলাকায় সশস্ত্র গোষ্ঠী জইস-ই-মোহাম্মদের পোস্টার লাগানোর বিষয়টির সুরাহা করেছিল। পোস্টারের সূত্র ধরে ব্যাপক বিস্ফোরক উদ্ধার করা হয়। এছাড়া কয়েকটি অভিযান চালিয়ে কয়েকজন চিকিৎসককেও গ্রেপ্তার করা হয়।
এর মধ্যে আদিল আহমেদ রাথের নামে এক চিকিৎসককে গত অক্টোবরে গ্রেপ্তার করা হয়। তিনি এমন পোস্টার লাগাচ্ছিলেন যেখানে নিরাপত্তা বাহিনী ও কাশ্মীরে বহিরাগতদের ওপর বড় হামলার হুঁশিয়ারি ছিল। তাকে গ্রেপ্তারের পর একটি নেটওয়ার্কের সন্ধান পাওয়া যায়। যারা দিল্লিতে আত্মঘাতী বোমা হামলা চালিয়ে ১৩ জনকে হত্যা করে।
আপনার মন্তব্য