সিলেটটুডে ডেস্ক

২৫ নভেম্বর, ২০২৫ ১৩:৩৪

পাকিস্তানের বোমা হামলায় আফগানিস্তানে শিশুসহ ১০ জন নিহত

আফগানিস্তানের তালেবান সরকার দাবি করেছে, খোস্ত প্রদেশের গুরবুজ জেলায় পাকিস্তান বোমা হামলা চালিয়েছে। এতে অন্তত ৯ শিশু ও এক নারী নিহত হয়েছেন। সোমবার মধ্যরাতে এই হামলা হয়।

তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ মঙ্গলবার এক্সে দেওয়া পোস্টে এমন দাবি করেছেন। তিনি লিখেছেন, পাকিস্তানের বাহিনী ওয়ালিয়াত খান নামে এক বেসামরিক নাগরিকের বাড়ি লক্ষ্য করে এই হামলা চালিয়েছে। নিহত শিশুদের মধ্যে পাঁচজন ছেলে ও চারজন কন্যা। কুনারের উত্তরাঞ্চল ও পাকতিকা প্রদেশের পূর্বাঞ্চলেও পৃথক বিমান হামলার ঘটনা ঘটেছে।

হামলার বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি পাকিস্তান। সম্প্রতি সীমান্তে সংঘাতের পর দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি বেশ ভঙ্গুর অবস্থায় আছে। আলোচনায় অচলাবস্থার জন্য উভয় দেশ পরস্পরকে দোষারোপ করছে। এমন সময় তালেবান সরকারের তোলা অভিযোগটি নতুন করে সংঘাত উসকে দিতে পারে।

সোমবার পাকিস্তানের পেশোয়ারে আধাসামরিক বাহিনী ফেডারেল কনস্ট্যাবুলারির সদরদপ্তর লক্ষ্য করে আত্মঘাতী হামলা হয়। পরদিনই আফগানিস্তানে হামলার অভিযোগ উঠল। পেশোয়ারে হামলার দায় স্বীকার করেছে পাকিস্তান তালেবানের (টিটিপি) ভিন্নমতাবলম্বী গোষ্ঠী জামাতুল আহরার।

রাষ্ট্রীয় গণমাধ্যম পিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, পেশোয়ারে হামলাকারীরা আফগান নাগরিক ছিল। আর বিদেশি সমর্থিত ফিতনা আল-খাওয়ারিজের ওপর দোষ চাপিয়েছেন প্রেসিডেন্ট আসিফ জারদারি। সাধারণত, ফিতনা আল-খাওয়ারিজ বোঝাতে আফগানিস্তানে ঘাঁটি গড়া তেহরিক-ই-তালেবান পাকিস্তানকে (টিটিপি) বোঝায় ইসলামাবাদ।

আপনার মন্তব্য

আলোচিত