০২ ডিসেম্বর, ২০২৫ ১১:৫৮
ছবি: সংগৃহীত
‘যৌন নিপীড়ন’ সংক্রান্ত ভিডিও তৈরির জন্য ১ লাখ ২০ হাজারের বেশি বাড়ির ক্যামেরা হ্যাকিংয়ের শিকার ।
দক্ষিণ কোরিয়ায় এ হ্যাকিংয়ের সঙ্গে জড়িত চারজনকে গ্রেফতার করেছে দক্ষিণ কোরিয়া পুলিশ।
তাদের বিরুদ্ধে অভিযোগ, বাড়ি ,ব্যবসা প্রতিষ্ঠান ,পিলাটিস স্টুডিও, স্ত্রীরোগ বিশেষজ্ঞ ক্লিনিক সহ বিভিন্ন পাবলিক জোনে এক লাখ ২০ হাজারেও বেশি ক্যামেরার ভিডিও হ্যাকিং করে । সেই ক্যামেরার ভিডিওর ফুটেজ ব্যবহার করে বিদেশি ওয়েবসাইটের জন্য যৌন নিপীড়নমূলক কনটেন্ট তৈরি করেছে তারা, প্রতিবেদনে লিখেছে বিবিসি।
রোববার গ্রেফতারের ঘোষণা দিয়ে দেশটির পুলিশ জানিয়েছে, এই হ্যাকিং চালাতে সহজ পাসওয়ার্ডের মতো ইন্টারনেট প্রোটোকল বা আইপি ক্যামেরার দুর্বলতাকে কাজে লাগিয়েছে অভিযুক্তরা।
সিসিটিভির তুলনায় সাশ্রয়ী এই বিকল্প আইপি ক্যামেরা, যাকে সাধারণত হোম ক্যামেরাও বলে। বাড়ির ইন্টারনেট নেটওয়ার্কের সঙ্গে এগুলোর সংযোগ থাকে এবং সাধারণত নিরাপত্তার জন্য বা শিশু ও পোষা প্রাণীর নিরাপত্তা পর্যবেক্ষণের জন্য বসানো হয় এসব ক্যামেরা।
এক বিবৃতিতে দেশটির ‘ন্যাশনাল পুলিশ এজেন্সি’ বলেছে,সন্দেহভাজন চারজন একে অপরের সঙ্গে মিলে এসব কাজ করেননি । কাজের জন্য একসঙ্গে কোনো ষড়যন্ত্রও করেনি তারা।
আপনার মন্তব্য