২৮ জানুয়ারি, ২০২৬ ১০:৫৬
বিমান দুর্ঘটনায় নিহত হয়েছেন ভারতের মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী ও এনসিপি নেতা অজিত পওয়ার।
বুধবার সকালে মহারাষ্ট্রের বারামতী বিমানবন্দরে অবতরণের সময় এ দুর্ঘটনা ঘটে।
ওই বিমানে ছিলেন শরদ পওয়ারের ভাতিজা অজিত। দুর্ঘটনার পর বিমানটিতে আগুন ধরে যায়। দুর্ঘটনার ছবি-ভিডিওতে বিমানটি দাউদাউ করে জ্বলতে দেখা গেছে। আগুন নেভানোর চেষ্টা করছে দমকল। ঘটনাস্থলে গিয়েছে পুলিশও।
প্রাথমিক ভাবে জানা গেছে, জেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থীদের হয়ে প্রচারের জন্য মুম্বাই থেকে বারামতী যাচ্ছিলেন মহারাষ্ট্রের ‘মহাগাটবন্ধন’ সরকারের অন্যতম শরিক তথা উপমুখ্যমন্ত্রী অজিত। একটি ব্যক্তিগত বিমানে সফর করছিলেন তিনি। ওই প্রাইভেট বিমানে এনসিপি নেতার সঙ্গে ছিলেন আরও ছয়জন। বিমানটি ভেঙে পড়ার পরই তাতে আগুন ধরে যায়। যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধার কাজ।
আপনার মন্তব্য