নিজস্ব প্রতিবেদক

২৮ জানুয়ারি, ২০২৬ ০৪:১৬

সিলেট বিভাগের কোন আসনে ভোটার কত?

সিলেট বিভাগে রয়েছে ১৯টি সংসদীয় আসন। তন্মধ্যে সিলেট জেলায় ৬টি, সুনামগঞ্জে রয়েছে ৫টি এবং হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলায় রয়েছে ৪টি করে আসন।

বিভাগের সবচেয়ে বেশি ভোটার রয়েছেন সিলেট-১ আসনে। এ আসনের ভোটার সংখ্যা ৬ লাখ ৮০ হাজার ৯৪৬ জন, এবং সবচেয়ে কম ভোটার মৌলভীবাজার-২ আসনে ৩ লাখ ৩ হাজার ২০ জন।

সুনামগঞ্জ-১ আসনে মোট ভোটার ৫ লাখ ১ হাজার ৫৫৫ জন। সুনামগঞ্জ-২ আসনে ৩ লাখ ৬ হাজার ৫২ জন। সুনামগঞ্জ-৩ আসনে ৩ লাখ ৭৩ হাজার ১৬ জন, সুনামগঞ্জ-৪ আসনে ৩ লাখ ৭২ হাজার ১৮৫ জন, এবং সুনামগঞ্জ-৫ আসনে ভোটার রয়েছেন ৫ লাখ ২৭ হাজার ৪৫৮ জন।

সিলেট-১ আসনে ভোটার রয়েছেন ৬ লাখ ৮০ হাজার ৯৪৬ জন। সিলেট-২ আসনে ৩ লাখ ৬৮ হাজার ৯৩২ জন। সিলেট-৩ আসনে ৪ লাখ ১৬ হাজার; সিলেট-৪ আসনে ৫ লাখ ১২ হাজার ৯৩৩ জন; সিলেট-৫ আসনে ৪ লাখ ৮ হাজার ৭৪৮ জন; এবং সিলেট-৬ আসনে ভোটার রয়েছেন ৫ লাখ ৯ হাজার ৯৩ জন।

মৌলভীবাজার-১ আসনে মোট ভোটার ৩ লাখ ৩৭ হাজার ৮১৬ জন; মৌলভীবাজার-২ আসনে ৩ লাখ ৩ হাজার ২০ জন; মৌলভীবাজার-৩ আসনে ৪ লাখ ৮৬ হাজার ২০১২ জন; এবং মৌলভীবাজার-৪ আসনে ভোটার রয়েছেন ৪ লাখ ৮৭ হাজার ৮৯২ জন ভোটার।

হবিগঞ্জ-১ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৬৬ হাজার ৯২১ জন; হবিগঞ্জ-২ আসনে ৩ লাখ ৯৪ হাজার ৭৫৬ জন; হবিগঞ্জ-৩ আসনে ৪ লাখ ১৯ হাজার ৫৭৩ জন; এবং হবিগঞ্জ-৪ আসনের ভোটার সংখ্যা ৫ লাখ ৫২ হাজার ৭১১ জন।

ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন আসনভিত্তিক যে ভোটার সংখ্যা প্রকাশ করেছে সেই হিসাবে ১২ ফেব্রুয়ারির সংসদ নির্বাচন ও গণভোটে ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৮৯৫ জন ভোট দিতে পারবেন।

মোট ভোটারের মধ্যে পুরুষ ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ১৫১ জন; নারী ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ৫২৪ জন; আর হিজড়া ভোটার আছেন ১ হাজার ১২০ জন।

আপনার মন্তব্য

আলোচিত