সিলেটটুডে ডেস্ক

২৮ জানুয়ারি, ২০২৬ ১১:৫৪

শিক্ষার্থীদের ঐতিহ্যের প্রতি আগ্রহী করতে সিলেটে শুরু হচ্ছে ‘ঐতিহ্য অলিম্পিয়াড’

সিলেট নগরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে ঐতিহ্যের প্রতি আগ্রহ সৃষ্টির লক্ষ্যে “ঐতিহ্য অলিম্পিয়াড” আয়োজন করা হবে। পরিবেশ ও ঐতিহ্য সংরক্ষণ ট্রাস্ট, সিলেট-এই অলিম্পিয়াড আয়োজন করবে।

গত ২৫ জানুয়ারি সন্ধ্যায় সিলেটের দরগা গেইটস্থ ভাষা সৈনিক মতিন উদ্দিন আহমেদ যাদুঘরে এ উপলক্ষে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। পরিবেশ ও ঐতিহ্য সংরক্ষণ ট্রাস্টের সভাপতি ও মিউজিয়ামের পরিচালক ডা. মোস্তফা শাহজামান চৌধুরী বাহার-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ব সিলেট সম্মেলনের বৈশ্বিক সমন্বয়ক ও সিলেট কিডনী ফাউন্ডেশন হাসপাতালের প্রতিষ্ঠাতা সভাপতি প্রফেসর ডাঃ জিয়া উদ্দিন আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি অ্যান্ড রিসার্চ ফাউন্ডেশনের সভাপতি কর্নেল (অব.) মোহাম্মদ আবদুস সালাম বীর প্রতীক ও জার্মান প্রবাসী ঐতিহ্য গবেষক শামসুল মজিদ চৌধুরী সাকী। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেট্রোপলিটন ইউনিভার্সিটি সিলেটের ভাইস চ্যান্সেলর ও ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) এর কেন্দ্রীয় সদস্য প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক।

সভায় স্বাগত বক্তব্য রাখেন পরিবেশ ও ঐতিহ্য সংরক্ষণ ট্রাস্ট, সিলেট এর ট্রাস্টি আব্দুল করিম চৌধুরী কিম। সভা সঞ্চালনা করেন পরিবেশ ও ঐতিহ্য সংরক্ষণ ট্রাস্ট, সিলেট এর ট্রাস্টি রেজাউল কিবরিয়া লিমন।

আলোচনায় অংশ নেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. নাজিয়া চৌধুরী, পরিবেশ ও ঐতিহ্য সংরক্ষণ ট্রাস্ট, সিলেট এর ট্রাস্টি শামীমা বানু চৌধুরী, সিলেট সরকারি পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক শেফালী সুলতানা।

বক্তারা বলেন, ঐতিহ্য হলো একটি সমাজ, জাতি বা গোষ্ঠীর দীর্ঘকাল ধরে চলে আসা সংস্কৃতি, রীতিনীতি, বিশ্বাস, আচার-অনুষ্ঠান, শিল্প এবং মূল্যবোধের সমষ্টি, যা এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে বাহিত হয়। ঐতিহ্য অতীতের জ্ঞান ও অভিজ্ঞতার এক অমূল্য উত্তরাধিকার, যা ভবিষ্যত প্রজন্মকে শেকড়ের সাথে যুক্ত করে। আলোচকবৃন্দ নতুন প্রজন্মকে সিলেটের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও ভাষার প্রতি আগ্রহী করতে হবে। সিলেটের ঐতিহাসিক স্থাপনা (মসজিদ, মন্দির, মাজার), প্রত্নতাত্ত্বিক নিদর্শন, শিল্পকর্ম, স্মৃতিসৌধ ইত্যাদি সুরক্ষার জন্য নতুন প্রজন্মকে আগ্রহী করতে হবে।

ঐতিহ্য অলিম্পিয়াড আয়োজনে সিলেট ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণ ট্রাস্টের এ উদ্যোগের সাথে রয়েছে ভাষা সৈনিক মতিনউদ্দিন জাদুঘর। প্রাথমিকভাবে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা সূচী অনুযায়ী ভাষা সৈনিক মতিনউদ্দিন জাদুঘর এ রক্ষিত বিভিন্ন প্রত্নতাত্ত্বিক নিদর্শন, শিল্পকর্ম, মুদ্রা, বিভিন্ন আমলের স্মারক ও সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, ধর্মীয়, ভাষা ও সংস্কৃতি সম্পর্কিত বিভিন্ন নিদর্শন দেখবে। পরবর্তিতে এ বিষয়ে তারা একটি সংক্ষিপ্ত প্রতিযোগিতায় অংশ নিবে। বিজয়ীদের পুরস্কৃতি করা হবে। নির্ধারিত সময় পর ঐতিহ্য বিষয়ে আন্তঃস্কুল ও আন্তঃকলেজ প্রতিযোগিতার আয়োজন করা হবে। এভাবে ঐতিহ্য অলিম্পিয়াডের পরিসর ও আওতা দেশব্যাপী ছড়িয়ে দেয়া হবে।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সার্ক ইন্টারন্যাশনাল কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মহিউদ্দিন, সিলেট সরকারি আলীয়া মাদ্রাসার শিক্ষক মোঃ আব্দুল কাইয়ূম, ব্লুবার্ড স্কুল এন্ড কলেজ এর শিক্ষক প্রদীপ চন্দ্র দেবনাথ, বর্ডার গার্ড পাবলিক স্কুল এন্ড কলেজ এর শিক্ষক নিরঞ্জন সরকার, জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ এর শিক্ষক জাহাঙ্গীর আলম, সরকুম মাহবুব এলাহী, সিলেট গ্রামার স্কুলের শিক্ষক মিনাক্ষী চৌধুরী, সাদাকাত আফজা চোধুরী, রসময় হাইস্কুলের প্রধান শিক্ষক অসীম রঞ্জন তালুকদার, স্টেমএজ এর শিক্ষক সজল কান্তি সরকারসহ সিলেট মহানগরের বিভিন্ন স্কুল ও কলেজের প্রধান ও তাদের প্রতিনিধিবৃন্দ।

আপনার মন্তব্য

আলোচিত