২৮ জানুয়ারি, ২০২৬ ১৮:১৪
দেশের উত্তর-পূর্বাঞ্চলের সাংবাদিকতার স্মারক প্রতিষ্ঠান সিলেট জেলা প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ জানুয়ারি দুপুরে ক্লাব মিলনায়তনে এ অনুষ্ঠান শুরু হয়।
ক্লাবের সভাপতি মঈন উদ্দিনের সভাপতিত্বে ও সহ-সাধারণ সম্পাদক রবি কিরণ সিংহ (মাইস্লাম রাজেশ)-এর পরিচালনায় ক্লাব সদস্যদের মিলনমেলার এ সভায় স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র সহসভাপতি মনিরুজ্জামান মনির।
দৈনিক শ্যামল সিলেটের সিনিয়র স্টাফ রিপোর্টার মাওলানা আতিকুর রহমান নগরীর পবিত্র কুরআন তিলাওয়াত ও এ পত্রিকার সহকারী বার্তা সম্পাদক রজত কান্তি চক্রবর্তীর গীতা পাঠের মধ্যদিয়ে সূচিত সভায় সাধারণ সম্পাদকের প্রতিবেদন পাঠ করেন মোহাম্মদ নাসির উদ্দন।
পরে কোষাধ্যক্ষের প্রতিবেদন পাঠ করেন আনন্দ সরকার।
সভায় বক্তব্য রাখেন ও ক্লাবের অগ্রযাত্রাকে বেগবান করতে মতামত তুলে ধরেন- সাবেক সভাপতি আল আজাদ, সাবেক সভাপতি তাপস দাস পুরকায়স্থ, দৈনিক উত্তরপূর্ব’র ভারপ্রাপ্ত সম্পাদক ফখরুল ইসলাম, দৈনিক সমকাল’র স্টাফ রিপোর্টার ফয়সল আহমদ বাবলু, দৈনিক যুগভেরী’র ভারপ্রাপ্ত সম্পাদক অপূর্ব শর্মা, ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শাহ দিদার আলম চৌধুরী নবেল, দৈনিক একাত্তরের কথা’র নির্বাহী সম্পাদক মো. ইমরান আহমদ, দৈনিক যুগান্তর’র স্টাফ ফটো জার্নালিস্ট মামুন হাসান, সাবেক সহসভাপতি সাঈদ চৌধুরী টিপু, বৈশাখী টিভি’র সিলেট প্রতিনিধি এস. সুটন সিংহ, বাংলা টিভি’র সিলেট ব্যুরো প্রধান কাইয়ুম উল্লাস (মো. আব্দুল কাইয়ুম), দৈনিক উত্তরপূর্ব’র সিনিয়র রিপোর্টার মো. ওলিউর রহমান, দৈনিক আলোকিত সময়’র সিলেট ব্যুরো প্রধান সুলতান সুমন, ডেইলি স্টার’র সিলেট প্রতিনিধি মো. দ্বোহা চৌধুরী, দৈনিক খবরের কাগজ’র স্টাফ ফটো সাংবাদিক মামুন হোসেন, দৈনিক একাত্তরের কথার চিফ রিপোর্টার জিকরুল ইসলাম, চ্যানেল২৪’র সিলেট প্রতিনিধি আজহার উদ্দিন শিমুল, দিপ্ত টিভি’র সিলেট জেলা প্রতিনিধি জয়ন্ত কুমার দাস এবং দৈনিক শ্যালম সিলেট’র স্টাফ ফটোগ্রাফার রেজা রুবেল।
সভায় উপস্থিত ছিলেন- ইউএনবি’র সিলেট জেলা প্রতিনিধি মোহাম্মদ মহসীন, দৈনিক সংবাদ প্রতিদিন’র ব্যুরো প্রধান শাব্বীর আহমদ ফয়েজ, দৈনিক উত্তরপূর্ব’র জ্যেষ্ঠ প্রতিবেদক মীর্জা সুহেল আহমদ, দৈনিক যুগভেরী’র যুগ্ম-বার্তা সম্পাদক দেবাশীষ দেবু, দৈনিক সমকাল’র স্টাফ ফটো সাংবাদিক মো. ইউসুফ আলী, বাংলানিউজ২৪ডটকম’র সিলেট ফটো করেসপন্ডেন্ট মাহমুদ হোসেন, দৈনিক যুগভেরী’র সিনিয়র রিপোর্টার এম. এ মালেক, দৈনিক উত্তরপূর্ব’র প্রধান আলোকচিত্রী শংকর দাস, দৈনিক উত্তরপূর্ব’র জ্যেষ্ঠ প্রতিবেদক অমল কৃষ্ণ দেব, সিলেটভিউ২৪ডটকম’র স্টাফ ফটো সাংবাদিক মো. নুরুল ইসলাম, সিলেটভিউ২৪ডটকম’র মফস্বল সম্পাদক সুব্রত দাস, দৈনিক আমাদের নতুন সময়’র ব্যুরো প্রধান আশরাফ চৌধুরী রাজু, মাই টিভি’র ক্যামেরাপার্সন মো. শাহীন আহমদ, দৈনিক জৈন্তাবার্তা’র উপ-সম্পাদক নেহার রঞ্জন পুরকায়স্থ, আলোকিত প্রতিদিন’র সিলেট প্রতিনিধি শেখ মো. লুৎফুর রহমান, সিলেটভিউ২৪ডটকম’র বার্তা সম্পাদক মো. এনামুল কবীর, সিলেটভিউ২৪ডটকম নিজস্ব প্রতিবেদক রাশেদুল হোসেন সোয়েব, দৈনিক সিলেটের ডাক’র স্টাফ রিপোর্টার ছাদেক আহমদ আজাদ, মাই টিভি’র সিলেট প্রতিনিধি মৃণাল কান্তি দাস, দৈনিক জাতীয় অর্থনীতি’র সিলেট ব্যুরো প্রধান মোখলেছুর রহমান, দৈনিক ইত্তেফাক’র নিজস্ব প্রতিবেদক অমিতা সিনহা, দৈনিক উত্তরপূর্ব’র সিনিয়র সাব এডিটর ফয়জুল আহমদ, দৈনিক খোলা কাগজ’র সিলেট ব্যুরো প্রধান মুহাজিরুল ইসলাম রাহাত, দৈনিক জৈন্তাবার্তা’র স্টাফ রিপোর্টার আশরাফ আহমদ, সিলেটপ্রতিদিন২৪ডটকম’র স্টাফ রিপোর্টার সাকিব আল মামুন, সিলেটভিউ২৪ডটকম’র স্টাফ ফটোসাংবাদিক পল্লব ভট্টাচার্য্য, দৈনিক একাত্তরের কথা’র স্টাফ রিপোর্টার এ এস রায়হান, আজকের সিলেটডটকম’র সহকারী সম্পাদক এসএম মিজানুর রহমান, সিলেটভিউ২৪ডটকম’র সিনিয়র সাব এডিটর মো. শাকিলুজ্জামান, এটিএন নিউজ’র সিলেট প্রতিনিধি কামরুল ইসলাম মাহি, একাত্তর টিভি’র ক্যামেরাপার্সন তারেক আহমদ, দৈনিক শ্যামল সিলেট’র সিনিয়র স্টাফ রিপোর্টার রায়হান উদ্দিন নয়ন ও সহযোগী সদস্য বার্তা২৪ডটকম’র সিলেট প্রতিনিধি মো. মশাহিদ আলী।
এছাড়াও উপস্থিত ছিলেন ক্লাবের দপ্তর সম্পাদক আব্দুল আহাদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. রেজাউল হক ডালিম, তথ্য ও প্রযুক্তি সম্পাদক জামিল আহমদ, পাঠাগার সম্পাদক মো. আলী আকবর চৌধুরী, কার্যনির্বাহী সদস্য মো. সোহেল আহমদ সুহেল, রনজিত কুমার সিংহ, তুহিন আহমদ ও রাজীব আহমেদ রাসেল।
এদিকে, সংবাদ সম্মেলনে সর্বোচ্চসংখ্যক উপস্থিতির জন্য ক্লাবের সিনিয়র সদস্য মোহাম্মদ মহসীনকে সম্মাননা ক্রেস্ট ও উপহার প্রদান করা হয়।
সভায় বক্তারা বলেন- সিলেট জেলা প্রেসক্লাবের শেকড় শতবর্ষ গভীরে। এ প্রেসক্লাব সিলেট বিভাগের মধ্যে সাংবাদিকদের সর্ববৃহৎ পেশাদার প্রতিষ্ঠান। জেলা প্রেসক্লাবের সদস্যরা সবাই মেধাবী, প্রতিভাবান এবং জাতীয় ও আঞ্চলিক শীর্ষ সকল সংবাদমাধ্যমে কর্মরত। সব মহলেই সিলেট জেলা প্রেসক্লাব সমাদৃত।
সভায় ক্লাবের কার্যক্রম আরও বেগবান করার লক্ষ্যে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।
পরে বিকাল ৪টায় সভাপতি মঈন উদ্দিনের গুরুত্বপূর্ণ বক্তব্যের মধ্যদিয়ে ক্লাবের বার্ষিক সাধারণ সভার সমাপ্তি ঘটে।
আপনার মন্তব্য