সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক

০৩ মে, ২০১৬ ০৯:৪৭

‘প্রশ্ন করা সাংবাদিকের দায়িত্ব’

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা শনিবার হোয়াইট হাউস করেসপন্ডেন্টদের ডেকেছিলেন নৈশভোজে। সেখানে তিনি সংবাদকর্মীদের প্রশংসা করলেন। বললেন, সঙ্গে থেকে কাজ করার জন্য আপনাদের ধন্যবাদ।

তিনি বলেন, ‘দেশের গণতন্ত্রকে শক্তিশালী করার পথে সাংবাদিকদের সঙ্গে কাজ করতে পেরে নিজে সম্মানিত বোধ করছি।

ওবামা এও বললেন, কোন খবর গভীর থেকে বের করে আনতে প্রশ্ন করা সাংবাদিকের দায়িত্ব।

সংবাদ কর্মীদের উদ্দেশ্যে ওবামা বলেন, কোন কিছুর গভীর থেকে মূল ঘটনা বের করে আনার ক্ষমতা আপনাদের দেওয়া হয়েছে, এটা আপনাদের দায়িত্বও। আর প্রশ্ন করা, কোনও অসামাঞ্জস্যতা প্রতিহত করা, অসত্যকে সরিয়ে সত্য উদঘাটন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ।

সত্যের পক্ষে দাঁড়ানো স্রেফ সাংবাদিকতার নৈতিকতার বিষয়ই নয়, এর মাধ্যমেই সম্ভব ভালো সাংবাদিকতা চর্চা নিশ্চিত করা, বলেন ওবামা।

এটা ছিলো প্রেসিডেন্ট হিসেবে বারাক ওবামার দেওয়া শেষ হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনার।

ওবামা বলেন, ‘আমি একটি কথা বলেই শেষ করতে চাই তা হচ্ছে, আপনাদের ধন্যবাদ। আমি আপনাদের কাজে গর্বিত। পাশাপাশি থেকে গণতন্ত্র শক্তিশালী করার কাজ করে যাওয়া ছিলো সত্যিই সম্মানের।’

আপনার মন্তব্য

আলোচিত