আন্তর্জাতিক ডেস্ক

১৯ মে, ২০১৬ ১৫:১৭

কেরালায় বাম শাসন

কেরালার ক্ষমতায় এলো সিপিএম নেতৃত্বাধীন বাম গণতান্ত্রিক ফ্রন্ট (এলডিএফ)। কংগ্রেস নেতৃত্বাধীন ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্টকে (ইউপিএফ) হটিয়ে এবার তারা গদিতে।

কেরালার বিধানসভা নির্বাচনের ১৪০ আসনের মধ্যে ইতোমধ্যে ১৩১ আসনের চূড়ান্ত ফলাফল পাওয়া গেছে। এর মধ্যে সর্বোচ্চ ৮১টি আসন নিয়ে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে ভি এস অচ্যুতানন্দন-পিনারাইয়ের এলডিএফ। 

এ রাজ্যে সরকার গঠনের জন্য প্রয়োজন ছিল ৭১ আসন।

এদিকে তীব্র প্রতিদ্বন্দ্বী ইউডিএফ পেয়েছে ৪১ আসন। এখন পর্যন্ত অন্যান্য দলগুলো ৮টি আসন পেলেও বিজেপি পেয়েছে মাত্র ১টি আসন।    

এদিকে বুথ ফেরত জরিপের পর কমিউনিস্ট পার্টি-মার্কসিস্ট (সিপিএম) নেতা সিতারাম বলেছিলেন, এটি মূল ফলাফলের প্রতিনিধিত্ব করে না। দিল্লি, বিহারের নির্বাচনের জরিপের ফলাফলের মাধ্যমে বিষয়টি আমাদের কাছে ইতোমধ্যে পরিষ্কার হয়েছে।

তবে বৃহস্পতিবার ফলাফলের পর তাৎক্ষণিক সিপিএম’র এ নেতার কেনো মন্তব্য পাওয়া যায়নি।

আপনার মন্তব্য

আলোচিত