সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক

০৮ জুন, ২০১৬ ১০:১৪

চীনের জিনজিয়াং প্রদেশে রোজা রাখায় ‘নিষেধাজ্ঞা’

চীনের জিনজিয়াং প্রদেশে মুসলমান শিক্ষার্থী, শিক্ষক ও সরকারি কর্মচারীদের রোজা পালনের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে কর্তৃপক্ষ।

সোমবার থেকে দেশটিতে রমজান মাস শুরু হয়েছে। জিনজিয়াংয়ে কয়েক বছর ধরে রোজা রাখা থেকে মুসলমানদের বিরত রাখা হচ্ছে। অথচ এই প্রদেশে প্রায় ১ কোটি মুসলমান বাস করে। এরা সবাই উইঘুর জাতিগোষ্ঠীর।

এখানে প্রায়ই উইঘুরদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষের ঘটনা ঘটে। চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির দাবি, উইঘুররা স্বাধীনতা দাবি করছে এবং এ কারণে তারা সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে।

বৃহস্পতিবার জিনজিয়াংয়ের কোরালা শহর কর্তৃপক্ষ তাদের ওয়েবসাইটে বলেছে, ‘দলীয় সদস্য, ক্যাডার, সরকারি কর্মচারী, ছাত্র ও সংখ্যালঘুরা রোজা রাখতে পারবেন না এবং তারা কোনো ধর্মীয় কর্মকাণ্ডেও অংশ নিতে পারবেন না।

রমজান মাসে খাদ্য ও পানীয় ব্যবসা বন্ধ করা যাবে না।’

আপনার মন্তব্য

আলোচিত