সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক

০৯ জুন, ২০১৬ ০৯:২০

ইসরাইলে ফিলিস্তিন বন্দুকধারীদের গুলিতে নিহত ৪

ইসরাইলের তেল আবিবের ব্যাস্ত এলাকায় স্থানীয় সময় বুধবার রাত সাড়ে ৯টার দিকে দুই ফিলিস্তিন বন্দুকধারীর গুলিতে চার ইসরাইলি নাগরিক নিহত ও ছয়জন আহত হয়েছে।

ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সেনা সদরের খুব কাছে সারোনা মার্কেটের দুটি স্থানে নির্বিচার গুলি বর্ষণে ওই হতাহতের ঘটনা ঘটে। খবর বিবিসির।

পুলিশ বলছে, বন্দুকধারীরা পশ্চিম তীরের হেবরন শহরের পাশে ইয়াত্তা নামে একটি ফিলিস্তিন গ্রামের বাসিন্দা। দুই হামলাকারীকেই গ্রেফতার করেছে পুলিশ। এদের মধ্যে একজন ইসরাইলি নিরাপত্তারক্ষী বাহিনীর সঙ্গে গোলাগুলিতে গুরুতর আহত হয়েছে। হাসপাতালে ভর্তি করে তার অস্ত্রোপচার করা হয়েছে।

ইসরাইলি টিভি চ্যানেল ১০-এ দেয়া সাক্ষাৎকারে প্রত্যক্ষদর্শী এক নারী বলেন, বুধবার রাতে একটি রেস্টুরেন্টে তার ছেলের  জন্মদিনের পার্টি চলছিল। এসময় হঠাৎ এক বন্দুকধারীর 'গুলি চালাও' শব্দে আমি পরিমরি করে আমার ছেলেকে নিয়ে প্রাণপনে ছুটতে থাকি।

মেইটাল শশি নামে ওই প্রত্যক্ষদর্শী নারী আরও জানান, অনেকে বুঝতেই পরেনি কেন তিনি বিদ্যুৎ গতিতে দৌড়াচ্ছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত