সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক

১১ জুন, ২০১৬ ০১:০২

দৃষ্টিহীনের এভারেস্ট জয়ের লড়াই

এভারেস্ট। অভিযাত্রীদের কাছে একটা স্বপ্নের নাম। এটি জয় করতে চান সকলেই। কিন্তু শীর্ষে পৌঁছানোর ইচ্ছে থাকলেও শেষরক্ষা হয় না। সুস্থ মানুষ অসুস্থ দেহে ফেরেন। কারোর বা ফেরাই হয় না। এই যখন পরিস্থিতি তখন যদি কেউ বলেন দৃষ্টিবিহীন হয়েও তিনি জয় করবেন এভারেস্ট, তখন সেটা আপনার কাছে অবিশ্বাস্য মনে হতে পারে।

কিন্তু ঠিক এই কাজটিই করতে যাচ্ছেন ভারতের দৃষ্টি প্রতিবন্ধী অভিজিত। এভারেস্টে তিনি উঠবেনই। অভিজিতের সম্বল দৃঢ় মনোবল । অন্যরা পারলে তিনি কেন নয়? 

অভিজিতের প্রশিক্ষক ইন্দ্রনাথ বললেন, 'অসম্ভব নয়। চাই অদম্য মনের জোর। আর আর্থিক আনুকূল্য। চাই সঠিক প্রশিক্ষন।'

ইন্দ্রনাথবাবু দৃষ্টিহীনদের পর্বতারোহনের প্রশিক্ষন দেন। তিনিই অভিজিতদের হাতে ধরে শেখাচ্ছেন। নিয়ে যেতে চাইছেন উচ্চতার শিখরে। এর মধ্যে সান্দাকফুর মতো পর্বতে তাদের নিয়ে উঠেছেন। ট্রেনিং চলছে দার্জিলিঙে। যদিও প্রতি পদে পদে বিপদ।

বিপদ থাকবেই। তাতে হাল ছাড়লে চলে?। মনের জোরেই সব বাধা টপকে উঁচুতে পৌঁছবেন একদিন না একদিন। তাই অভিজিত, ইন্দ্রনাথরা নিয়েছেন কঠিন এক চ্যালেঞ্জ। এক অসম্ভব স্বপ্ন পূরণের লড়াইয়ে নেমেছেন তারা। সূত্র- জি নিউজ।

সূত্র: জিনিউজ

 

সূত্র: জিনিউজ

 

আপনার মন্তব্য

আলোচিত