সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক

১১ জুন, ২০১৬ ১৪:১০

অটোগ্রাফ দেয়ার সময় সংগীতশিল্পীকে গুলি

যুক্তরাষ্ট্রের অরল্যান্ডে কনসার্ট শেষে সংগীতশিল্পী ক্রিস্টিনা গ্রিমিকে গুলি করেছে এক বন্দুকধারী।

এ সময় গ্রিমির ভাই হামলাকারীকে ধরতে গেলে নিজের আগ্নেয়াস্ত্র দিয়ে তিনি আত্মহত্যা করেন। খবর বিবিসির।

শনিবার সকাল পৌনে ৯টার দিকে (স্থানীয় সময় শুক্রবার রাত পৌনে ১১টা) কনসার্ট শেষে ভক্তদের অটোগ্রাফ দেয়ার সময় গ্রিমির ওপর হামলা হয়। ২২ বছর বয়সী ওই সংগীতশিল্পীকে সংকটাপন্ন অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অজ্ঞাত ওই বন্দুকধারীর কাছে দুটি বন্দুক ছিল। পুলিশ এ হামলার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে।

আপনার মন্তব্য

আলোচিত