সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক

২৫ জুলাই, ২০১৬ ০৭:০৫

বিশ্বের বৃহত্তম ‘উভচর’ বিমান বানাল চীন

বিশ্বের বৃহত্তম উভচর বিমান তৈরি করেছে চীন। সাত বছর কাজ করার পর শনিবার বিমানটি উদ্বোধন করা হয়।

বিদেশী বিমান সংস্থার ওপর নির্ভরতা কমানোর প্রচেষ্টার অংশ হিসেবে এ বিমান তৈরি করেছে দেশটি।

চীনের সরকারি সংবাদ সংস্থা সিনহুয়ার খবরে বলা হয়েছে, রাষ্ট্রীয় বিমান নির্মাণ প্রতিষ্ঠান অ্যাভিয়েশন ইন্ডাস্ট্রি কর্পোরেশন অব চায়না (এভিআইসি) এজি৬০০ নামের বিমানটি তৈরি করেছে। উদ্ধার অভিযান ও দাবানলের সঙ্গে লড়াইয়ে উড়োজাহাজটি ব্যবহারের পরিকল্পনা করেছে চীনা কর্তৃপক্ষ।

শনিবার দক্ষিণাঞ্চলের বন্দরনগরী জুহাইতে এ বিমান উদ্বোধন করা হয়। বিমানটির পাল্লা সর্বোচ্চ ৪৫০০ কিলোমিটার এবং দাবানল নেভানো ও সমুদ্রে উদ্ধার তৎপরতা চালাতে সক্ষম।

বিমানটি মাত্র ২০ সেকেন্ডে ১২ টন পানি সংগ্রহ করতে পারবে এবং উড্ডয়নের সময় সর্বোচ্চ ৫৩ দশমিক পাঁচ টন পর্যন্ত ভর বহন করতে পারবে। এটি আকারে একটি বোয়িং ৭৩৭ বিমানের কাছাকাছি।

সমুদ্র থেকে ওঠা-নামা করার জন্য নির্মিত অন্যান্য বিমানের চেয়ে এটি অনেক বড় বলে জানিয়েছেন এভিআইসির ডেপুটি জেনারেল ম্যানেজার গেং রুগুয়াং। তবে এর উইংসপ্যান এইচ-৪ হারকিউলিস বিমানের চেয়ে তুলনামূলক ছোট।

১৯৪০-এর দশকে যুদ্ধক্ষেত্রে মিত্র বাহিনীর সদস্যদের নিয়ে যেতে এইচ-৪ হারকিউলিস বিমান তৈরি করা হয়।

রোববার এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, চীনের এ বিমান নৌ-সম্পদ বিকশিত ও কাজে লাগাতে খুবই উপকারি হবে এবং পরিবেশ পর্যবেক্ষেণ, সম্পদ চিহ্নিতকরণ ও পরিবহন কাজে এটি ব্যবহার করা যাবে।

বিমানটি দক্ষিণ চীন সাগরে নজরদারির ক্ষেত্রে দেশটির সক্ষমতা আরও বাড়াবে বলে ধারণা করা হচ্ছে।

আপনার মন্তব্য

আলোচিত