ইন্টারন্যাশনাল ডেস্ক

০৫ আগস্ট, ২০১৬ ১৫:০৫

আসামের কোকরাঝড়ে ‘নিষিদ্ধ সংগঠনের’ হামলায় নিহত ১৩

ছবি: সংগ্রহ

ভারতের আসামে কোকরাঝড়ের একটি বাজারে ৪/৫ জন দুর্বৃত্ত হামলা চালিয়েছে । এতে এখনো পর্যন্ত ১৩ জনের নিহত হবার খবর দিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি। এই ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ জন। এই হামলাকে জঙ্গি হামলা বলে দাবি করছে সেদেশের কয়েকটি সংবাদ মাধ্যম। এই হামলার জন্য নিষিদ্ধ সংগঠন ন্যাশনাল ডেমোক্রেটিক ফ্রন্ট অফ বোড়োল্যান্ডকে দায়ী করেছে ভারতের পুলিশ।

স্থানীয় কর্তৃপক্ষ জানায়, শুক্রবার (০৫ আগস্ট) আসামের কোকরাঝড় এলাকায় এই হামলায় চার থেকে পাঁচজন হামলাকারী অংশ নেয়। তারা স্থানীয় একটি বাজারে ঢুকে এলোপাতাড়ি গুলি চালাতে থাকে।

এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে স্থানীয় নিরাপত্তা বাহিনীর সদস্যরা। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত তারা সেখানে অভিযান চালাচ্ছে। তাৎক্ষণিকভাবে হামলার কারণ বা জড়িতদের পরিচয় জানা যায়নি।

আপনার মন্তব্য

আলোচিত