সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক

১৬ আগস্ট, ২০১৬ ২৩:২২

জামাই-শাশুড়ির প্রেম, বিয়ে, অতঃপর অনুশোচনা থেকে তালাকের আবেদন

শাশুড়ির প্রেমে পড়ে যান তিনি। অতঃপর প্রেম থেকে পরিণয়। গত জুনে শাশুড়িকে বিয়ে করেন মেয়ের জামাই। শাশুড়ি থেকে হয়ে যান স্ত্রী। এখন আবার সেই স্ত্রীকে তালাকের জন্য অনুমতি চেয়ে আদালতের কাছে আবেদন করেছেন জামাই-শাশুড়ি।

ভারতীয় গণমাধ্যমের বরাত দিয়ে মঙ্গলবার গালফ নিউজের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

গালফ নিউজ জানায়, বিহারের মাধেপুরা জেলার বাসিন্দা সুরাজ মেহতা (২২) চলতি বছরের জুনে গণমাধ্যমের শিরোনামে শাশুড়ি (৪২) আশা দেবীকে বিয়ে করে। কিন্তু বিয়ের পর থেকেই কৃতকর্মের জন্য অপরাধবোধে ভুগতে থাকেন সুরাজ।

সুরাজ মেহতা বলেন, আমার বোকামি বুঝতে পারছি। আমি স্বীকার করছি, ভুল করেছিলাম। তবে এ ধরনের ঘটনা ভবিষ্যতে আর হবে না। এখন আমার শাশুড়িকে স্ত্রী হিসেবে গ্রহণ করতে পারছি না। বর্তমানে আমি তাকে মা হিসেবে দেখছি।

তিনি আরো বলেন, এখন প্রথম স্ত্রী ললিতা দেবীকে বুঝানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন, যেন তার সঙ্গে আবার ঘর শুরু করেন।

প্রথম স্ত্রী বর্তমানে রয়েছেন নিজের বাড়িতে।

সুরাজের মতোই ভুল ভেঙেছে আশা দেবীর। তিনি বলেন, আমি তাকে স্বামী হিসেবে এখন মেনে নিতে পারছি না। তাকে মেয়ের জামাই হিসেবে দেখছি। আমরা তালাকের জন্য আদালতে আবেদন করেছি, যত দ্রুত সম্ভব আমার প্রথম স্বামীর কাছে ফিরতে চাই।

আপনার মন্তব্য

আলোচিত