ইন্টারন্যাশনাল ডেস্ক

২৮ মার্চ, ২০১৫ ০২:৩৮

আইএসকে সাহায্যের পরিকল্পনাকারি মার্কিন সেনা আটক

ইসলামিক স্টেটকে (আইএস) সাহায্য করার ষড়যন্ত্রের অভিযোগে এক মার্কিন সেনা ও তার ভাইকে আটক করা হয়েছে। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ এ খবর জানিয়েছে।

২২ বছর বয়সী ওই মার্কিন সেনা ও তার ভাই সামরিক পোশাক পরে ইলিনয় অবস্থিত সামরিক স্থাপনায় হামলার পরিকল্পনা করছিলেন বলে অভিযোগ উঠেছে। আইএসের সঙ্গে যুদ্ধ করার জন্য ওই সেনা মধ্যপ্রাচ্য সফরের পরিকল্পনাও করেছিলেন বলে আইনজীবীরা জানিয়েছেন।

মিসরের রাজধানী কায়রো যাওয়ার সময় শিকাগো মিডওয়ে আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বুধবার দেশটির তদন্ত সংস্থা (এফবিআই) ওই সেনাকে আটক করেছে। পরে শহরতলির একটি বাড়ি থেকে ওই সেনার ২৯ বছর বয়সী ভাইকে আটক করা হয়।

 তাদের বিরুদ্ধে বিদেশি সন্ত্রাসী সংগঠনকে সাহায্য করার অভিযোগ আনে দেশটির একটি আদালত। দোষী প্রমাণিত হলে তাদের সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড ও আড়াই লাখ মার্কিন ডলার জরিমানা হতে পারে।

আপনার মন্তব্য

আলোচিত