সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক

১৭ সেপ্টেম্বর, ২০১৬ ২০:৫২

ভারতে গণেশ ডুবানোর সময় পানিতে ডুবে প্রাণ হারালেন ১৬ জন

ভারতের মহারাষ্ট্রে গণেশ ডুবানোর সময় পানিতে ডুবে ১৬ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৬ সেপ্টেম্বর) গণেশ পূজার পর ধর্মীয় প্রথা অনুসারে তাকে পানিতে ডুবানোর সময় অসাবধানতাবশত পৃথক ঘটনায় এই ১৬ জনের প্রাণহানির ঘটনা ঘটে।

ভারতের মহারাষ্ট্রে প্রতি বছর বেশ ধুমধাম করে গণেশ পূজার আয়োজন করে হিন্দু ধর্মাবলম্বীরা। পূজা অর্চনা শেষে বিভিন্ন স্থানে উৎসবমুখর পরিবেশে গণেশ ডুবিয়ে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণার সময় এ দুর্ঘটনা ঘটে।

ভারতীয় সেনাবাহিনীর সদস্য সন্দীপ সিরাত ও স্থানীয় রামেশ্বর চন্দ্র মুসালগামের পুকুরে প্রাণ হারান। স্কুলশিক্ষক পরমেশ্বর সেঙ্গুলীসহ তিন ছাত্রের প্রাণ যায় গোদাভারি নদীতে। জালগাওয়ের কাং নদীতে ভেসে যায় আরও দুই ছাত্র। ২৭ বছর বয়সী নারী মানীষা ও ৫ বছরের প্রিয়া ডুবে মারা যান বুদ্ধনগর এলাকায়।

সূত্রঃ দ্য টাইমস অব ইন্ডিয়া

আপনার মন্তব্য

আলোচিত