সিলেটটুডে ডেস্ক

১৭ সেপ্টেম্বর, ২০১৬ ২১:২০

১৮ ক্যারাটের স্বর্ণের কমোড

শৌখিনতার চূড়ান্ত বোধহয় একেই বলে। প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জন্য নিউ ইয়র্কের সলোমন গুজেনহেইম জাদুঘর অতিথিদের জন্য বানিয়ে দিল সোনার শৌচাগার!‌ ইতালির শিল্পী মরিজিও কাতেলান খাঁটি ১৮ ক্যারাটের সোনা দিয়ে বানিয়েছেন ওই শৌচালয়ের কমোডটি। এবং সেটা সম্পূর্ণ আসল কমোডের মতোই কর্মক্ষম বলে দাবি করেছে জাদুঘর কর্তৃপক্ষ।

একটি ভিডিওবার্তায় ওই কমোডটি ব্যবহারের জন্য জাদুঘরের অতিথিদের অনুরোধ করেছেন কাতেলান। শুক্রবার থেকে শৌচাগারটি খুলে দেওয়া হয়েছে সর্বসাধারণের ব্যবহারের জন্য। ২০১১ থেকে কাতেলান সারা বিশ্বের বিভিন্ন মিউজিয়ামে নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন জিনিসের সোনার প্রতিমূর্তি তৈরি করে আসছেন।

কাতেলানের বিশেষত্ব হল, যে জিনিসগুলোর প্রতিমূর্তি তিনি বানান, সেগুলো সম্পূর্ণভাবেই কার্মক্ষম হয়।

আপনার মন্তব্য

আলোচিত