সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক

২২ সেপ্টেম্বর, ২০১৬ ১৫:১৬

জঙ্গি সন্দেহে এক বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া

জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) এর সাথে জড়িত থাকার অভিযোগে মালয়েশিয়ায় আটকের পর এক বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হয়েছে। নেপাল ও মরক্কোর আরো দুই নাগরিককেও একই অভিযোগে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া।

মালয়েশিয়া পুলিশের মহাপরিদর্শক ট্যান শ্রী খালিদ আবু বকর জানিয়েছেন, পুলিশের সন্ত্রাসবিরোধী বিভাগ বুকিত আমানের বিশেষ শাখার সদস্যরা গত ২ আগস্ট থেকে ১৭ সেপ্টেম্বর নেপাল ও মরক্কোর সন্দেহভাজন দুই নাগরিক ও স্থানীয় এক নাগরিককে আটক করে।

এছাড়া গত ১৯ আগস্ট আন্তর্জাতিক অস্ত্র চোরাচালানি চক্র ও জঙ্গিগোষ্ঠীর সঙ্গে জড়িত সন্দেহে ৩৭ বছর বয়সী এক বাংলাদেশিকে আটক করে মালয়েশিয়ার পুলিশ।

দেশটির জাতীয় দৈনিক ‘দ্য স্টার’ এক প্রতিবেদনে বলেছে, আটক ওই বাংলাদেশি বুকিত বিনটাং এলাকায় একটি হোটেলের মালিক এবং ইন্টারপোল তার বিরুদ্ধে রেড নোটিশ জারি করেছিল।

জঙ্গি সন্দেহে ফেরত পাঠানো ওই বাংলাদেশির বিষয়ে বিস্তারিত তথ্য দেয়নি মালয়েশিয়া পুলিশ।

আপনার মন্তব্য

আলোচিত