সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক

২৬ সেপ্টেম্বর, ২০১৬ ১৭:৪৩

মালয়েশিয়ায় বাংলাদেশিকে কুপিয়ে ও পুড়িয়ে হত্যা

মালয়েশিয়ার একটি সমুদ্র সৈকত থেকে এক বাংলাদেশির পোড়া লাশ উদ্ধার করেছে দেশটির পুলিশ। পুলিশের ধারণা, ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার পর প্রমাণ নিশ্চিহ্ন করতে লাশে আগুন ধরিয়ে দেওয়া হয়।

স্থানীয় সময় রোববার রাতে লোরোং পান্তাই কেলানাং সৈকত থেকে এ লাশ উদ্ধার করা হয়। নিহত বাংলাদেশির নাম সাইয়্যাদ আলী। তার পাসপোর্ট নম্বর বিসি ০২১৪৫৩৪।

কুয়ালা লাঙ্গাত জেলা পুলিশ প্রধান জাইলান তাসির জানান, রোববার রাত পৌনের বারোটার দিকে সৈকতে পড়ে থাকা অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। লাশ উদ্ধারের পূর্বে সৈকতের ওই স্থানে আগুন জ্বলছিল বলে জানিয়েছেন দুই প্রত্যক্ষদর্শী। খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে। লাশের শরীরের প্রায় শতভাগ পুড়ে গেছে। লাশের পিঠে ও মাথায় আঘাতের চিহ্ন হয়েছে। ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে।

তাসির বলেন, হত্যার প্রমাণ নিশ্চিহ্ন করতে অন্য কোথাও খুন করে  সৈকতে এনে শরীরে আগুন লাগিয়ে দেওয়া হতে পারে। ঘটনাস্থল থেকে ক্যাস্ট্রল ইঞ্জিন তেলের একটি বোতলও উদ্ধার করা হয়েছে।

জানা গেছে, নিহতের প্রত্যেকটি আঙুলে আংটি রয়েছে। পকেটে মানিব্যাগ পাওয়া গেছে। শার্টের পকেটে ২০ ও ১০ রিঙ্গিতের দুটি নোট পাওয়া গেছে।

হত্যা মামলা হিসেবে দেশটির দণ্ডবিধির ৩০২ ধারা মোতাবেক ঘটনাটি তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

সূত্রঃ ফ্রি মালয়েশিয়া টুডে।

আপনার মন্তব্য

আলোচিত