সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক

০৮ অক্টোবর, ২০১৬ ১২:৪৭

হাইতিতে মৃতের সংখ্যা ৮০০ ছাড়িয়ে গেল

ক্যারিবিয়ান দেশ হাইতি যেন এখন ধ্বংসস্তূপ । ভয়াবহ ঘূর্ণিঝড় ম্যাথিউয়ের আঘাতে লণ্ডভণ্ড হাইতিতে মৃতের সংখ্যা আটশ ছাড়িয়ে গেছে। উদ্ধার তৎপরতা চলার সাথে সাথে বাড়ছে মৃতদেহের সংখ্যাও।

অর্থনৈতিক দিক থেকে আমেরিকার মহাদেশের দরিদ্র দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে ৮৪২ জনে দাঁড়িয়েছে বলে কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে রয়টার্স। শনিবার (০৮ অক্টোবর) বাংলাদেশ সময় সকালে সংবাদ সংস্থা রয়টার্স এ খবর জানায়।

বিবিসি বলছে, ঝড়ের কারণে সৃষ্ট বন্যায় প্লাবিত কিছু প্রত্যন্ত এলাকার যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় ক্ষয়ক্ষতির প্রকৃত হিসাব পেতে সময় লাগছে।

এখন পর্যন্ত যাদের মৃত্যুর খবর পাওয়া গেছে তাদের বেশিরভাগ হাইতির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ঊপকূলের বাসিন্দা। চলতি সপ্তাহে এই অঞ্চলের উপর দিয়েই পুরো শক্তি নিয়ে বয়ে যায় ঘূর্ণিঝড়টি।

ঘূর্ণিঝড় ম্যাথিউ প্রথমবার আঘাত হানার পর ঘুরে আসার পথে ফের আঘাত হানতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে। ২০৫ কিলোমিটার বেগে ধেয়ে আসা ম্যাথিউ প্রথমবার ফ্লোরিডার কেন্দ্রে আঘাত হানতে পারে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত