সিলেটটুডে ওয়েব ডেস্ক

০৮ এপ্রিল, ২০১৫ ০০:৪৪

ফেসবুকে ‘ডিভোর্স’ জানানোর অনুমতি মার্কিন আদালতের

মার্কিন যুক্তরাষ্ট্রে ফেসবুকের মতো সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের মাধ্যমে আইনি বার্তা পাঠানোর বৈধতাকে স্বীকৃতি দিল খোদ আদালত। এক যুগান্তকারী রায়ে একটি মার্কিন আদালত এক মহিলাকে তাঁর ফেরার স্বামীর কাছে ফেসবুকের মাধ্যমে ডিভোর্সের কাগজপত্র পাঠানোর অনুমতি দিয়েছে। বারবার চেষ্টা করেও স্বামীর কাছে বিবাহবিচ্ছেদ সংক্রান্ত মামলার কাগজপত্র পাঠাতে পারছিলেন না ওই মহিলা। এরই পরিপ্রেক্ষিতে ম্যানহাটনের সুপ্রিম কোর্ট ফেসবুকের মাধ্যমে ব্যক্তিগত বার্তা পাঠিয়ে স্বামীকে ডিভোর্সের বিষয়টি জানানোর অনুমতি দিয়েছে। আদালতের নির্দেশ অনুযায়ী, ২৬ বছরের মহিলা এল্লানারো বৈডুর আইনজীবী প্রতি সপ্তাহে একবার করে ওই বার্তা ফেসবুকের মাধ্যমে পাঠাবেন। এল্লানারোর বেপাত্তা স্বামীর ওই বার্তার প্রাপ্তি স্বীকার না করা পর্যন্ত পর পর তিন সপ্তাহ ওই বার্তা পাঠানোর অনুমতি দিয়েছে আদালত।

সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, পেশায় নার্স এল্লানারো ২০০৯-এ ভিক্টর সেনা ব্লাড ডিরাকুর সঙ্গে আনুষ্ঠানিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। ওই সময় ভিক্টর ঘানার চিরাচরিত প্রথা অনুযায়ী বিয়ের অনুষ্ঠান করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু পরে ওই প্রতিশ্রুতি পালন করেননি ভিক্টর। এ নিয়ে দুজনের কথা কাটাকাটির পর ভিক্টর আচমকাই নিরুদ্দেশ হয়ে যান। কোনও ঠিকানা না রেখেই বাড়ি ছাড়েন তিনি। এল্লানারো তাঁকে খুঁজে বের করার প্রচুর চেষ্টা করেন। কিন্তু ভিক্টরের কোনও স্থায়ী ঠিকানা বা কর্মক্ষেত্র নেই। পোস্ট অফিস বা মোটর ভেহিকেলস অফিসে তাঁর সম্পর্কে কোনও তথ্য নেই।  তাঁর সেলফোনের বিল পাঠানোর ঠিকানাও নেই। এই অবস্থায় আদালত স্বামীর কাছে ফেসবুকের মাধ্যমে ডিভোর্সের কাগজপত্র পাঠানোর অনুমতি দিয়েছে এল্লানারোকে।

আপনার মন্তব্য

আলোচিত