সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক

১৩ নভেম্বর, ২০১৬ ২২:২৯

নিউজিল্যান্ডে শক্তিশালী ভূমিকম্পের পর এবার সুনামির আঘাত

নিউজিল্যান্ডে ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর সুনামি আঘাত হেনেছে। ভূমিকম্পের দুই ঘণ্টারও কম সময়ের মধ্যে দেশটির সাউথ আইল্যান্ডে সুনামি পৌঁছায়।

সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী দেশটির সাউথ আইল্যান্ডের ক্রাইস্টচার্চে ৩ফুট এবং কাইকৌরা উপকূলে ২.৫ মিটার উচ্চতার জলোচ্ছ্বাস আঘাত হেনেছে।

৭.৪ মাত্রার ভূমিকম্পের কথা জানিয়েছিল যুক্তরাষ্ট্রের জিওলজিকাল সার্ভে। কিন্তু তখনও সুনামি সতর্কতা জারি করা হয়নি।
এর প্রায় দুই ঘণ্টা পর সাউথ আইল্যান্ডের উত্তর-পূর্ব উপকূলে সুনামির ঢেউ আছড়ে পড়ে। এরমধ্যে ক্রিসচার্চের ১৮১ কিলোমিটার উত্তরে কায়কোরায় একটি ঢেউয়ের উচ্চতা ছিল ২.৫ মিটারের মতো।

তাৎক্ষণিক প্রাণহানি কিংবা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। লোকজনকে উপকূল ছেড়ে মূল ভূমিতে এবং উঁচু জায়গায় অবস্থান নিতে বলা হয়েছে। ইতিমধ্যে কয়েক হাজার লোককে সরিয়ে নেয়া হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত