সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক

১৫ এপ্রিল, ২০১৫ ০৮:৪৫

চুরি ডাকাতির সুবিধার্থে সারমেয় নিধন!

সারমেয় যাদের সোজা বাংলায় বলা হয় কুকুর। পোষা কুকুর গৃহকর্তা/কর্তীর আনুগত্য দেখিয়ে  অলিখিত পাহারাদারের ভূমিকায় নিয়োজিত থাকে যাতে করে চোর ডাকাত প্রবেশ করতে না পারে। ব্যাপারটা চোরদের পছন্দ হবার কথা নয়। কিন্তু তাই বলে অবলা জীবদের পরিকল্পিত হত্যা করবে?

এমন নৃশংস ঘটনায় ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার  কোলাঘাটের রাইন গ্রামে । হঠাৎ গ্রামে বেশ কিছু কুকুর অসুস্থ হয়ে পড়ে। একের পর এক সারমেয়র মৃত্যুতে গ্রামবাসীরা হতবাক হয়ে যায়।

গ্রামবাসীদের অভিযোগ, ক্রমেই এলাকায় দৌরাত্ম্য বাড়ছে দুষ্কৃতীদের। প্রায়ই ঘটছে চুরি,ডাকাতি,ছিনতাইয়ের ঘটনা। সারমেয়গুলি চিৎকার করে সজাগ করে দিত স্থানীয়দের। তাই  কুকুরগুলিকে বিষ খাইয়ে নির্মম ভাবে হত্যা করেছে দুষ্কৃতীরা। ওই প্রায় ২০টি কুকুর এক রাতেই মারা যায়, গুরুতর  অসুস্থ অবস্থায় কাতরাচ্ছে আরও ২০টি।

এমনিতে অবশ্য আজকাল মানুষের রক্ত দেখেও কারও বিকার হয়না, তবু একদম নিরপরাধ অবলা জন্তুকে এভাবে মেরে ফেলা মেনে নিতে পারছেন না স্থানীয়রা। কোলাঘাট থানায় অভিযোগ দায়ের করেছেন গ্রামবাসীরা।


আপনার মন্তব্য

আলোচিত