১৫ এপ্রিল, ২০১৫ ২১:০০
ভারতের অভিনেত্রী ও বিজেপি নেত্রী রূপা গাঙ্গুলির ওপর হামলার ঘটনা ঘটেছে। রূপা গাঙ্গুলি দাবি করছেন তৃণমূল কংগ্রেস দলের সমর্থকরাই এই আক্রমণের ঘটনা ঘটিয়েছে।
১৪ এপ্রিল কলকাতার আলীপুর এলাকায় আসন্ন পৌরসভা নির্বাচনের প্রচারণা করতে গেলে রূপা গাঙ্গুলির ওপর আক্রমণের এই ঘটনা ঘটে।
রূপা গাঙ্গুলি বলেন, নির্বাচনী প্রচারণার জন্য আলীপুরে গেলে হঠাৎ করেই আমার ওপর আক্রমণ চালানো হয়। শুধু আমাকেই নয়, আমার গাড়ির ড্রাইভারকেও বেধড়ক মার দেয়া হয়। গাড়ির অবস্থাও ভয়াবহ। ঘটনাস্থলে পুলিশ গিয়ে তারপর নাকি রক্ষা করে জনপ্রিয় এই অভিনেত্রীকে।
অপরদিকে পুলিশের ঊর্ধ্বতন একজন কর্মকর্তা সংবাদমাধ্যমকে জানান, বিজেপি এবং টিএমসি দলের সমর্থকদের মধ্যে মারামারি লাগে। রূপা গাঙ্গুলি সেই সময় ঘটনাস্থলে পৌঁছালে তার গাড়িও ঘেরাও করে টিএমসি’র সমর্থকরা।
আপনার মন্তব্য