বিবিসি বাংলা

১৬ মার্চ, ২০১৭ ২২:০২

ডাচ নির্বাচনে কট্টর মুসলিমবিদ্বেষি দল পরাজিত

প্রধানমন্ত্রী মার্ক রুট

নেদারল্যান্ডসের জাতীয় নির্বাচনে কট্টর মুসলিমবিদ্বেষি দল ফ্রিডম পার্টির (পিভিভি) পরাজিত হয়েছে।

এ নির্বাচনে বিজয়ী হয়েছে প্রধানমন্ত্রী মার্ক রুটের দল পার্টি ফর ফ্রিডম অ্যান্ড ডেমোক্র্যাসি (ভিভিডি)। খবর বিবিসির।

বুধবার ১৫০টি আসনে নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে গত ৩০ বছরের মধ্যে এবারই সর্বোচ্চ ৮০.২ ভাগ ভোটার ভোট দেন।

বৃহস্পতিবার ৯৭ ভাগ ভোট গণনা শেষ ১৫০টি আসনের মধ্যে ভিভিডি পেয়েছে ৩৩টি আসন। গতবারের চেয়ে এবার তারা আট আসন কম পেয়েছে।

ডানপন্থী গিয়ার্ট ভিল্ডার্সের দল পিভিভি ২০টি আসনে জয় পেয়ে দ্বিতীয় অবস্থানে আছে। আগের বারের চেয়ে দলটি পাঁচ আসন বেশি পেয়েছে।

এদিকে ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক দল (সিডিএ) এবং উদারপন্থী দল ডি৬৬ ১৯টি করে আসন পেয়েছে।

আগের চেয়ে ১০ আসন বেশি পেয়ে গ্রিন-লেফ্ট পার্টি ১৪ আসনে জয়ী হয়েছে। অন্যদিকে ক্ষমতাসীন জোটের শরিক লেবার পার্টির ভরাডুবি হয়েছে। গত নির্বাচনে ২৯টি আসন পাওয়া লেবার পার্টি এবার মাত্র ৯টি আসনে জয় পেয়েছে।

নেদারল্যান্ডসের এই নির্বাচন ছিল ইউরোপে মুসলিম ও শরণার্থী বিরোধী কট্টরপন্থীদের প্রথম চ্যালেঞ্জ।

কিন্তু নেদাল্যান্ডসের জনগণ উগ্রপন্থী গিয়ার্ট ভিলডার্সের দল পিভিভিকে হারিয়ে উগ্রপন্থার বিরুদ্ধে তাদের অবস্থান জানিয়ে দিয়েছেন।

বিজয় উদযাপনকালে প্রধানমন্ত্রী মার্ক রুটের কণ্ঠেও জনগণের প্রশস্তি শোনা গেছে। তিনি বলেছেন, ডাচ জনগণ 'ভুল জনপ্রিয়তা' প্রত্যাখ্যান করেছেন।

উল্লেখ্য, নির্বাচনের মাঠে প্রধানমন্ত্রী মার্ক রুটের প্রতিদ্বন্দ্বী জাতীয়তাবাদী নেতা গির্ট উইল্ডার্স। নেদারল্যান্ডসকে মহান বানানোর স্লোগান দিয়ে অভিবাসীবিরোধী প্রচারণা চালিয়েছেন বলে তাকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তুলনা করেছিলেন অনেকে। খবর বিবিসির।

চলতি বছরে ইউরোপের তিন দেশে গুরুত্বপূর্ণ নির্বাচনের মধ্যে নেদারল্যান্ডসে প্রথম নির্বাচন অনুষ্ঠিত হল। এতে ২৮ দল ডাচ নির্বাচনে অংশ নেয়।

ইসলামবিদ্বেষী গির্ট উইল্ডার্সের নির্বাচনী ইশতেহারে ছিল- ইইউ ছাড়তে নেক্সিট কার্যকর, মুসলিমদের দেশছাড়া করা, কুরআন নিষিদ্ধ করা এবং সাড়ে চারশ’ মসজিদ বন্ধের ঘোষণা। এদিকে বিগত সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে ছিল মুসলিমরা। বিদায়ী পার্লামেন্টের স্পিকার খাদিজা আরিব একজন মুসলমান। এছাড়া দেশটির সাবেক আইনমন্ত্রী নেবাহাত আল বারেকসহ বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখছে মুসলিমরা। নেদারল্যান্ডসের প্রায় ২০ লাখ অভিবাসীর মধ্যে ১০ লাখের বেশি মুসলিম।

আপনার মন্তব্য

আলোচিত