ইন্টারন্যাশনাল ডেস্ক

১৬ মার্চ, ২০১৭ ২২:১৭

আয়ারল্যান্ডের এফএম রেডিওতে বাজানো হল বাংলা গান

আয়ারল্যান্ডের এফএম রেডিওতে প্রথমবারের মত বাজানো হল বাংলা গান। বৃহস্পতিবার কেসিএলআর এফএম ৯৬-এ ডিসট্যান্ট নয়েস নামের অনুষ্ঠানে বাংলা গান বাজানো হয়। এ সময় রেডিওতে উপস্থাপনায় ছিলেন জন পার্সেল।

আয়ারল্যান্ডের কেসিএলআর এফএফ রেডিওর প্রধান নির্বাহী আয়োজিত অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন অঞ্চলের সংগীত বাজানো হয়। স্বাধীনতার মাস মার্চে এই বিষয়টিকে অনন্য অর্জন বলে অভিহিত করেছে বাংলাদেশের লন্ডন হাইকমিশন।

গণমাধ্যম সূত্রে জানা গেছে, বাংলাদেশের লন্ডন হাইকমিশনের প্রেস মিনিস্টার নাদিম কাদির গত ফেব্রুয়ারিতে আয়ারল্যান্ডের কিলকেনিতে অবস্থিত কেসিএলআরের কার্যালয়ে গিয়েছিলেন। এরপর সেখানে যাতে নিয়মিত বাংলাদেশি গান বাজানো হয় সে জন্য বাংলা গানের সিডিও পাঠান।

আয়ারল্যান্ডের কিলকেনি ও কারলো এলাকার প্রায় ১ লাখ অধিবাসী এই এফএম রেডিও নিয়মিত শুনে থাকেন।

জন পারসেল বলেন, বৃহস্পতিবার থেকে শুরু করে তোমাদের দেশের আরো গান এই প্রোগ্রামে বাজানো হবে। প্রেস মিনিস্টার নাদিম কাদির বাংলা গান বাজানোর জন্য পারসেল ও কেসিএলআরকে ধন্যবাদ জানান।

আপনার মন্তব্য

আলোচিত