ইন্টারন্যাশনাল ডেস্ক

২৫ মার্চ, ২০১৭ ১৮:২৫

ডিমের ভেতর হীরা!

ব্রিটিশ নারী ক্যামব্রার স্যালি থম্পসন সকালের নাস্তার জন্য ডিম সিদ্ধ করতে গিয়েছিলেন। ডিম পুরোপুরি সিদ্ধ হয়ে যাওয়ার পর খেতে বসলেন। ডিমে কামড় দিতে গিয়ে পাথরের মতো কিছু একটা অনুভব করলেন তিনি। মুখে নেয়া অংশটা বের করেই হতবাক হয়ে গেলেন থম্পসন!

তাকিয়ে দেখলেন, কোনো পাথর নয়, সেটা ছিল একটি হীরা। এমন ঘটনারই সাক্ষী হলেন এই ব্রিটিশ নারী।

তিনি বলেন, ‘ডিমের খোসা ভালো করে ছাড়িয়ে তারপর মুখে দিয়েছিলাম। কামড় দিতেই কেমন কড়কড় করে উঠল। ভাবলাম, ডিমের খোসার কিছুটা অংশ মুখে পড়েছে। মুখ থেকে বের করে দেখি একটা ছোট্ট হিরার মতো কিছু একটা।’ পরে সেটা হীরা পরীক্ষার দোকানে নিয়ে পরীক্ষা করিয়ে দেখেন প্রকৃতই একটা হীরা সেটা।

ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইল জানায়, পাশের সুপারমার্কেট থেকেই ছয়টি ডিমের একটা প্যাকেট কিনে এনেছিলেন থম্পসন। তার একটি ডিমের মধ্যেই পাওয়া গেছে হীরাটি।

হীরাটি পরীক্ষার জন্য নেয়ার পর সেটি পরীক্ষা করে পরীক্ষক জানিয়েছেন, সেটি আসলে ‘কিউবিক জিরকোনিয়া’। এগুলো আসলে হীরা নয়।

প্রশ্ন হচ্ছে, হীরার মতো দেখতে ওই জিনিসটি ডিমের মধ্যে এল কীভাবে। এ নিয়ে নিজের ফেসবুকে একটি পোস্টও দিয়েছেন থম্পসন। সেখানে অনেকে জানান, সম্ভবত মুরগিটি এই হীরার টুকরোটি গিলে ফেলেছিল। আর তা মুরগির অন্ত্রে আটকে যায়। ডিমটি তৈরি হওয়ার প্রক্রিয়ায় কোনোভাবে পাথরটি ওই ডিমের মধ্যে আটকে যায়। সূত্র: ডেইলি মেইল

আপনার মন্তব্য

আলোচিত