সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক

০২ মে, ২০১৭ ১৫:৫৭

পাকিস্তানে হোস্টেলের এক বিছানায় দুই ছাত্রী শোয়ায় নিষেধাজ্ঞা!

শিক্ষা প্রতিষ্ঠানের শৃঙ্খলা বজায় রাখতে হল বা হোস্টেলের বিছানায় ছাত্রীদের একসঙ্গে শোয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে পাকিস্তানের ইসলামাবাদে অবস্থিত ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি কর্তৃপক্ষ।

সম্প্রতি সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়ে একটি প্রজ্ঞাপনের ছবি। প্রজ্ঞাপনে দেখা যায়, ইসলামাবাদের ওই বিশ্ববিদ্যালটির হলের বিছানাগুলোতে দুজন ছাত্রী পাশাপাশি শোয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

ওই প্রজ্ঞাপনে বলা হয়, সব আবাসিককে জানানো জাচ্ছে যে, ছাত্রী হোস্টেলে বিছানা ভাগাভাগির বিষয়ে কঠোর নিষেধাজ্ঞা জারি করা হলো। হোস্টেলে ছাত্রীদের বিছানার মধ্যে কমপক্ষে দুই ফুট দূরত্ব থাকতে হবে। আর এই আইন ভঙ্গ করা অবস্থায় ধরা পড়লে তাদের চড়া মূল্য দিতে হবে।

ইসলামাবাদের ওই বিশ্ববিদ্যালয় কেন এই আইন জারি করল তা এখনো স্পষ্ট নয়। সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে এ নিয়ে চলছে ব্যাপক আলোচনা।

আপনার মন্তব্য

আলোচিত