সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক

২৯ মে, ২০১৭ ২১:১৩

রমজান মাসে বিবাহ বিচ্ছেদে নিষেধাজ্ঞা

পবিত্র রমজান মাসে কোন মুসলিম দম্পতি বিবাহ বিচ্ছেদ করতে পারবে না বলে নির্দেশনা দিয়েছে ফিলিস্তিনের ইসলামী আদালত।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ইসলামী আদালতের বিচারকরা যাতে রমজান মাসে কোন বিবাহ বিচ্ছেদ অনুমোদন না করে, সেজন্য বিচারকদের নির্দেশনা দিয়েছেন এ আদালতের প্রধান বিচারপতি।

প্রধান বিচারপতি মাহমুদ হাবাশ বলেছেন, রমজান মাসে দীর্ঘ সময় না খেয়ে থাকার কারণে অনেকে বিচার-বিবেচনা করে সিদ্ধান্ত নিতে পারে না। অনেকেই উত্তেজিত হয়ে পড়ে এবং তারা মুখ ফসকে অনেক কিছু বলে ফেলে। সেজন্য পরে তারা আফসোস করে।

তিনি বলেন, যেহেতু অনেকে খাবার ও পানি গ্রহণ করে না এবং ধূমপান থেকে বিরত থাকে, সেজন্য এটি সমস্যা তৈরি করতে পারে।

ফিলিস্তিন সরকারের হিসাব অনুযায়ী, ২০১৫ সালে পশ্চিম তীর এবং গাজায় ৫০ হাজার বিয়ে অনুষ্ঠিত হয়েছে। কিন্তু বিবাহ বিচ্ছেদ হয়েছে আট হাজারের বেশি।

আপনার মন্তব্য

আলোচিত