সিলেটটুডে ডেস্ক

১৩ জুলাই, ২০১৭ ২১:৪৫

শান্তিতে নোবেল জয়ী লিও জিয়াওবো মারা গেছেন

শান্তিতে নোবেল বিজয়ী চিনের গণতন্ত্রপন্থি মানবাধিকারকর্মী লিও জিয়াবো মারা গেছেন। মৃত্যুকালে এই অধ্যাপকের বয়স হয়েছিল ৬১ বছর।

লিভার ক্যান্সারে ভুগছিলেন জিয়াবো, চিনের উত্তর পূর্বাঞ্চলের একটি হাসপাতালে তার চিকিৎসা হচ্ছিল।

২০০৯ সালে নাশকতামূলক তৎপরতার অভিযোগে ১১ বছরের সাজাপ্রাপ্ত জিয়াবোকে গত মাসে কারাগার থেকে হাসপাতালে নেয়া হয়। বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক থেকে মানবাধিকার কর্মী হয়ে ওঠা জিয়াবোকে রাষ্ট্রবিরোধী অপরাধী গণ্য করে চিন।

লেখক ও অধ্যাপক জিয়াবাও ২০০৯ সালে চিনের গণতান্ত্রিক সংস্কার সংশ্লিষ্ট চার্টার এইট পিটিশনের সহলেখক। এবং এই অপরাধেই তাকে রাষ্ট্রদ্রোহী হিসেবে ১১ বছর কারাদণ্ড দেয়া হয়। এর ঠিক পরের বছর ২০১০ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন।

বেইজিংয়েন নরমাল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জিয়াবাও এর আগেও সাজাভোগ করেছেন। ১৯৮৯ সালের তিয়ানআনমেন স্কোয়ারে বিক্ষোভকারীদের মুক্তি চেয়ে তিন বছর ‘লেবার ক্যাম্পে’ কাটিয়েছেন।

আপনার মন্তব্য

আলোচিত