নিউজ ডেস্ক

২৪ সেপ্টেম্বর, ২০১৭ ১৭:২৪

জার্মানির নির্বাচনের ভোটগ্রহণ শুরু

জার্মানির নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। বিবিসি জানিয়েছে, রোববার স্থানীয় রোববার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়, যা একটানা চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। দেশটিতে এবার ভোটার ৬ কোটি ১৫ লাখ।

নির্বাচনে চতুর্থবারের মতো প্রতিদ্বন্দ্বিতা করছেন জার্মানির বর্তমান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল। তিনি জার্মানির ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক পার্টির (সিডিইউ) প্রার্থী হিসেবে নির্বাচনে লড়ছেন। তার মূল প্রতিদ্বন্দ্বী হিসেবে আছেন বিরোধীদল সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির (এসডিপি) প্রার্থী মার্টিন শুলৎজ।

সন্ধ্যায় ভোটগ্রহণ শেষ হওয়ার পর প্রথম বুথফেরত জরিপের ফল পাওয়া যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

তবে নির্বাচনের আগের বিভিন্ন জরিপে আঙ্গেলা মেরকেল চতুর্থবারের মতো জার্মানির চ্যান্সেলর হতে যাচ্ছেন বলে আভাস মেলে।

২০০৫ সালের ফেডারেল নির্বাচনে প্রথমবার চ্যান্সেলর নির্বাচিত হন জার্মানির 'মা'খ্যাত মেরকেল।

নির্বাচনী কর্তৃপক্ষ জানিয়েছে, ভোট গণনা একদিনেই শেষ হবে এবং রাতে প্রাথমিক ফলাফল ঘোষণা করা হবে। চূড়ান্ত ফল পাওয়া যাবে ২৫ সেপ্টেম্বর।

আপনার মন্তব্য

আলোচিত