ইন্টারন্যাশনাল ডেস্ক

১৩ জানুয়ারি, ২০১৫ ১৩:০৫

মার্কিন সেনাবাহিনীর ট্যুইটার ও ইউটিউব অ্যাকাউন্ট হ্যাকড

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সেনা কমান্ড বা সেন্টকমের ট্যুইটার ও ইউটিউব অ্যাকাউন্ট কয়েক ঘণ্টার জন্য হ্যাক হয়েছিল।

 
সোমবার ইরাক ও সিরিয়ার বিশাল অংশ দখলকারী ইসলামিক স্টেটের (আইএস) পক্ষে এই কাজ করা হয়েছে বলে দাবি করেছে সাইবার খিলাফত নামের একটি সংগঠন।

বিবিসি বলছে, যুক্তরাষ্ট্র হ্যাকের এই ঘটনাকে দেশটির সাইবার জগতে চালানো ধ্বংসাত্মক কাজ বলে মনে করছে।

সেন্টকমের ট্যুইটার অ্যাকাউন্টে ঢুকে হ্যাকাররা ফিড দিয়েছে, ‘মার্কিন সেনারা, আসছি আমরা, এবার নিজেদের সামলাও।’

ফিড দেয়ার পাশাপাশি বেশ কয়েকজন সেনা কর্মকর্তার নাম, তাদের ফোন নম্বর এবং যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর ভেতরকার কিছু তথ্যও প্রকাশ করেছে সংগঠনটি। 

আপনার মন্তব্য

আলোচিত