আন্তর্জাতিক ডেস্ক

২১ জুলাই, ২০১৮ ২২:৫৫

জাপানে তীব্র তাপপ্রবাহের কারণে সতর্কতা জারি

কয়েক দিন ধরে টানা তীব্র তাপপ্রবাহে জীবন ওষ্ঠাগত হওয়া জাপানে দেশজুড়ে সতর্কতা জারি করা হয়েছে।

সম্প্রতি গরম ও গরমজনিত নানা কারণে অন্তত ৩০ জনের প্রাণহানির পর কর্তৃপক্ষ এ সতর্কতা জারি করে বলে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে।

একই সমস্যায় শতাধিক মানুষ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

গত পাঁচ বছরের মধ্যে চলতি সপ্তাহে জাপানে সর্বোচ্চ ৪০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপামাত্রা রেকর্ড করা হয়।

দেশটির কিয়োটো শহরে গত সাতদিন ধরে ৩৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অব্যাহত রয়েছে; যা ঊনবিংশ শতাব্দীতে এবারই প্রথম কোনও সর্বোচ্চ তাপামাত্রা বলে বিবিসি জানিয়েছে।

জাপানের স্কুলগুলোতেও বেশ সতর্কতা জারি করা হয়েছে। একটি প্রতিষ্ঠানে হিটস্ট্রোকে সম্প্রতি এক শিক্ষার্থীর মৃত্যুর পর এ ব্যাপারে আরও বেশি সতর্ক হওয়ার জন্য কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন দেশটির শিক্ষামন্ত্রী।

সার্বিক বিষয় নিয়ে আরও বেশি সতর্ক হওয়ার আহ্বান জানিয়ে জাপানের কেন্দ্রীয় আবহাওয়া অধিদফতর সবাইকে পর্যাপ্ত পানি পান করার পরামর্শ দিয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত