০৩ আগস্ট, ২০১৮ ১২:৫৩
জিম্বাবুয়ের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়েছেন ক্ষমতাসীন এমারসন এমনানগাগওয়া।
দেশটির নির্বাচন কমিশন স্থানীয় সময় বৃহস্পতিবার এ ফল ঘোষণা করে বলে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে।
কমিশন ঘোষিত ১০টি প্রদেশের নির্বাচনের ফলাফলে ৫০ দশমিক ৮ শতাংশ ভোট পেয়েছেন এমনানগাগওয়া।
এর মধ্য দিয়ে পুনরায় প্রেসিডেন্ট নির্বাচিত হচ্ছেন তিনি। ৫০ শতাংশের বেশি ভোট পাওয়ায় এমনানগাওয়া দ্বিতীয় দফার ভোট এড়াতে পারলেন।
নির্বাচনে ৪৪ দশমিক ৩ শতাংশ ভোট পেয়েছে মুভমেন্ট অব ডেমোক্র্যাটিক চেঞ্জ (এমডিসি)। দলটির নেতা নেলসন চামিসা দাবি করেছেন ঘোষিত ফলাফল এখনও যাচাই করা হয়নি।
বিবিসি জানিয়েছে, গত ৩০ জুলাই জিম্বাবুয়ের এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এর পর থেকেই বৃহস্পতিবার ফল ঘোষণার আগ পর্যন্তও চামিসা নিজেকে বিজয়ী বলে দাবি করে আসছিলেন।
ফল প্রত্যাখান করায় নির্বাচন কমিশনের মঞ্চ থেকে বিরোধী নেতাদের সরিয়ে দিয়েছে পুলিশ।
ফল ঘোষণার পর সমর্থকদের ধন্যবাদ জানিয়েছেন টানা চার দশক ক্ষমতায় থাকা রবার্ট মুগাবেকে উৎখাতের পর দায়িত্ব নেওয়া এমনানগাগওয়া।
আপনার মন্তব্য