ইন্টারন্যাশনাল ডেস্ক

১১ আগস্ট, ২০১৫ ১২:৩০

ইরাকে দুই গাড়িবোমা হামলায় নিহত ৪২

পূর্ব ইরাকে দুটি গাড়িবোমা হামলায় অন্তত ৪২ জন নিহত হয়েছেন। এ ছাড়া হামলায় বহু মানুষ আহত হয়েছেন বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন।

সোমবার (১০ আগস্ট) রাতে রাজধানী বাগদাদ থেকে ৬০ কিলোমিটার উত্তরপূর্বের দিয়ালা প্রদেশের বাকুবা শহরের নিকটবর্তী দুটি স্থানে এ হামলা চালানো হয়।

বিবিসি জানায়, বাকুবা শহরের নিকটবর্তী একটি বাজারে গাড়িবোমা বিস্ফোরণে অন্তত ৩৫ জন নিহত হন, আহত হন ৭০ জনেরও বেশি। এরপর শহরের পূর্বদিকের একটি তল্লাশি চৌকিতে দ্বিতীয় গাড়িবোমাটি বিস্ফোরিত হয়।

এতে আরও সাতজন নিহত হন এবং আহত হন প্রায় ২৫ জন। তাৎক্ষণিকভাবে কেউ এ হামলার দায় স্বীকার করেনি। তবে হামলার ধরনের সঙ্গে আইএসের চালানো আগের হামলাগুলোর মিল রয়েছে।

এর আগে গত মাসে প্রদেশটির একটি বাজারে রমজান শেষে ঈদের কেনাকাটায় ব্যস্ত লোকজনের ওপর হামলা চালায় আইএস। ওই হামলায় ১১৫ জন নিহত হন। গতরাতে হামলার পর দিয়ালাজুড়ে বিশেষ করে বাকুবা ও এর আশপাশে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত