ইন্টারন্যাশনাল ডেস্ক

১৬ আগস্ট, ২০১৫ ০২:৩৩

চীনের তিয়ানজিনে রাসায়নিক দূষণের আশংকা

রাসায়নিক দূষণের আশংকায় চীনা কর্তৃপক্ষ তিয়ানজিন শহরের বিস্ফোরণস্থল থেকে তিন কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে সব মানুষকে সরিয়ে নেয়ার নির্দেশ দিয়েছে।

বাতাসের গতি পরিবর্তন হওয়ায় সেখানে দূষণ আরও বেশি এলাকায় ছড়িয়ে পড়ার আশংকা দেখা দিয়েছে। পুলিশ ইতোমধ্যে নিশ্চিত করেছে যে বিস্ফোরণস্থলের কাছে খুবই বিষাক্ত রাসায়নিক ‘সোডিয়াম সায়ানাইড’ পাওয়া গেছে।

অন্যদিকে বার্তা সংস্থা শিনহুয়া জানিয়েছে, বিস্ফোরণ স্থলের ৫০ মিটারে মধ্যেই একজন মানুষকে জীবিত অবস্থায় পাওয়া গেছে।

গত বুধবার তিয়ানজিনের এই বিস্ফোরণে এ পর্যন্ত ৮৫ জন নিহত হয়েছে। এদের এক তৃতীয়াংশই দমকল বাহিনীর সদস্য। চীনের সামরিক বাহিনীর রাসায়নিক যুদ্ধ স্কোয়াডের সদস্যরা বিস্ফোরণস্থলের নিয়ন্ত্রণ নেয়।

তিয়ানজিনের এই বিস্ফোরণকে চীনের সাম্প্রতিককালের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ শিল্প দুর্ঘটনা হিসেবে বিবেচনা করা হচ্ছে।

কয়েক সেকেন্ডের ব্যবধানে দুটি শক্তিশালী বিস্ফোরণ ঘটে তিয়ানজিন শহরের শিল্প এলাকায়- যেখানে গাড়ির কারখানা, বিমান সংযোজন কারখানা, বিভিন্ন ধরনের উৎপাদন শিল্প প্রতিষ্ঠান এবং গবেষণা সংস্থার দপ্তর ছিল। গুদাম থেকে এখনও কালো ধোঁয়ার কুন্ডলি উঠছে।

কর্তৃপক্ষ বলছে ‘বিস্ফোরকের একটি’ চালান আসার সময় বিস্ফোরণের ঘটনাটি ঘটে। বিবিসি বাংলা।

আপনার মন্তব্য

আলোচিত