আন্তর্জাতিক ডেস্ক

১০ সেপ্টেম্বর, ২০১৯ ২১:১৮

কারবালায় পদদলিত হয়ে ৩১ জনের মৃত্যু

ইরাকের কারবালা শহরে মঙ্গলবার আশুরার মিছিলে পদদলিত হয়ে অন্তত ৩১ জন নিহত হয়েছে, আহত হয়েছে শতাধিক মানুষ ।

দেশটির সবচেয়ে বড় শিয়া সম্প্রদায়ের সবচেয়ে বড় পুণ্যভূমিতে তাজিয়া মিছিলের সময় চলাচলের একটি রাস্তা ধসে পড়লে আতঙ্কগ্রস্ত লোকজন ছোটাছুটি শুরু করলে হতাহতের এ ঘটনা ঘটে। ইরাকের স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন মুখপাত্র সাঈফ আল বদর বলেছেন, মৃতের সংখ্যা চূড়ান্ত নয়, আরও বাড়বে।

আল জাজিরা জানায়, মঙ্গলবার কালো কাপড় পরা শিয়া মুসুল্লিরা রক্তলাল হরফে ইমাম হোসেনের নাম লেখা কালো নিশান হাতে প্রতিবছরের মতো কারবালার ইমাম হোসেনের মাজারে যাওয়ার সময়ই হৃদয়বিদারক ঘটনাটি ঘটে।

সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে ভয়াবহ এই হতাহতের ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে দেশটিতে।

হযরত মোহাম্মদ (সা.) এর দৌহিত্র ইমাম হোসেনের হত্যাকে স্মরণ করতে প্রতিবছর লাখো শিয়া মুসলমান তাদের অত্যন্ত পবিত্রস্থান কারবালায় জড়ো হন।

আপনার মন্তব্য

আলোচিত