আন্তর্জাতিক ডেস্ক

২৮ ডিসেম্বর, ২০১৯ ১৫:৩৩

সোমালিয়ায় গাড়ি বোমা বিস্ফোরণে নিহত ৬২

সোমালিয়ার রাজধানী মোগাদিসুর আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা চৌকির কাছে গাড়ি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ বিস্ফোরণে নিহত হয়েছেন ৬২ জন।

শনিবার (২৮ ডিসেম্বর) স্থানীয় সময় সকালে এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে অধিকাংশই কলেজ ছাত্র।

মোগাদিসুর মেয়রের বরাতে রেডিও দালসান ওই ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।

মোগাদিসুর মেয়র জানান, গাড়ি বোমাটি বিস্ফোরিত হওয়ার সময় পাশে থাকা বেনাডির ইউনিভার্সিটির একটি শিক্ষার্থী বাস আক্রান্ত হয়।

প্রসঙ্গত, গাড়ি বোমাটি বিস্ফোরিত হওয়ার আগে, নিরাপত্তা চৌকিতে আইনশৃঙ্খলা বাহিনী ও ইসলামি জঙ্গিদের মধ্যে বন্দুকযুদ্ধ সংঘটিত হয়।

কর্তৃপক্ষের বরাতে আরও বলা হয়েছে, এ ঘটনায় মৃতের সংখ্যা বাড়তে পারে এবং এখন পর্যন্ত কোনো জঙ্গিগোষ্ঠী এই হামলার দায় স্বীকার করে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি।

আপনার মন্তব্য

আলোচিত