সিলেটটুডে ডেস্ক

০৪ জানুয়ারি, ২০২০ ০০:৪৮

সোলাইমানি হত্যার ভয়ঙ্কর প্রতিশোধ নেয়া হবে: খামেনি

ইরানের কুদস ফোর্সের প্রধান কাসেম সোলাইমানির হত্যাকাণ্ড মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধের প্রেরণাকে দ্বিগুণ করে দেবে বলে জানিয়েছেন দেশটির সুপ্রিম নেতা আয়াতুল্লাহ আলী খামেনি।

হত্যাকারীদের বিরুদ্ধে ভয়ঙ্কর সর্বোচ্চ প্রতিশোধ নেয়ারও হুমকি দিয়েছেন খামেনি।

শুক্রবার (৩ জানুয়ারি) ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন এ তথ্য জানায়।

খামেনি বলেছেন, যেসব অপরাধী তাদের নোংরা হাত দিয়ে গতরাতে জেনারেল সোলেইমানির রক্ত ঝরিয়েছে তাদের জন্য ভয়ঙ্কর প্রতিশোধ অপেক্ষা করছে।

এক সংবাদ সম্মেলনে খামেনি বলেন, ‘সকল শত্রুদের জানা উচিত যে প্রতিরোধের এই জিহাদ দ্বিগুণ প্রেরণা সহকারে অব্যাহত থাকবে। এই পবিত্র যুদ্ধে যোদ্ধাদের বিজয় অবশ্যম্ভাবী।'

সংবাদ সম্মেলনে তিনি তিন দিনের জাতীয় শোকের আহ্বান জানিয়েছেন।

ইরান প্রায়শই আঞ্চলিক দেশ এবং ইসরায়েল ও আমেরিকার বিরোধী শক্তিগুলিকে একটি "প্রতিরোধ" ফ্রন্ট হিসাবে উল্লেখ করে।

প্রসঙ্গত, শুক্রবার সকালে বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা হয়। ইরান সংশ্লিষ্ট ইরাকি আধাসামরিক বাহিনী হাশেদ আল শাবির একটি বহরের ওপর এই হামলা করা হয়।

আপনার মন্তব্য

আলোচিত