আন্তর্জাতিক ডেস্ক

১৭ সেপ্টেম্বর, ২০১৫ ১৬:২০

আফ্রিকার বুরকিনা ফাসোতে সেনা অভ্যুত্থান

বুরকিনা ফাসোর অন্তর্বর্তী সরকারের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীকে আটক করে ক্ষমতা কেড়ে নিয়েছে দেশটির প্রেসিডেনশিয়াল গার্ড।

দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বার্তায় সামরিক বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, ‘অবৈধ’ শাসনের অবসান ঘটাতে অন্তর্বর্তী সরকার বিলুপ্ত করা হয়েছে, তার জায়গায় রাষ্ট্রের দায়িত্ব নিয়েছে ‘ন্যাশনাল ডেমোক্রেটিক কাউন্সিল’।
অন্তর্বর্তী সরকারের স্পিকার শেরিফ সাই এ ঘটনাকে বলেছেন ‘পরিষ্কার সামরিক অভ্যুত্থান’।

বিবিসির প্রতিবেদনে জানানো হয়, প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীকে আটকের খবরে বুধবার রাজধানী উয়াগাদুগুর প্রধান চত্বরে বিক্ষোভ শুরু হয়। প্রেসিডেনশিয়াল গার্ডের সদস্যরা বিক্ষোভ থামাতে গুলিও ছোড়ে।

গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়, প্রেসিডেনশিয়াল গার্ডের এই সদস্যরা বুরকিনা ফাসোর সাবেক প্রেসিডেন্ট ব্লেইস কমপাওরে অনুগত, যিনি গণ আন্দোলনের মুখে গত বছর নভেম্বরে ক্ষমতা ছাড়তে বাধ্য হন।

ওই ঘটনার পর নির্বাচন অনুষ্ঠানের জন্য অন্তর্বর্তী সরকার গঠন করা হয়, যার প্রেসিডেন্ট হন মিশেল কাফান্ডো, আইজাক জিডা হন প্রধানমন্ত্রী।
আগামী ১১ অক্টোবর নির্বাচনের মধ্য দিয়ে নতুন সরকারের কাছে দায়িত্ব হস্তান্তরের কথা ছিল তাদের।

আপনার মন্তব্য

আলোচিত