আন্তর্জাতিক ডেস্ক

১৬ জানুয়ারি, ২০২০ ১০:৫৫

পাকিস্তানে বৈরী আবহাওয়ায় প্রাণহানি ১০০ ছাড়িয়েছে

পাকিস্তানে তুষারধস, ভূমিধস ও ভারী বৃষ্টিপাতে ১০০ জনেরও বেশি প্রাণ হারিয়েছে।

দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের (এনডিএমএ) বরাত দিয়ে এ খবর জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো। 

গত কয়েকদিন ধরে দেশটির বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টিপাতে আকস্মিক বন্যা ও ভূমিধস দেখা দেয়। এতে করে প্রাণ হারায় অনেকে। আটকা পড়েন হাজার হাজার মানুষ। এছাড়া তুষারধসে ছাদ ভেঙে পড়াতেও অনেকের মৃত্যু হয়। তুষারের নিচে রাস্তা ঢেকে যাওয়ায় যোগাযোগ ব্যবস্থা বিঘ্নিত হয়েছ।

অতি বৃষ্টিপাতের ফলে বেলুচিস্তান প্রদেশে কমপক্ষে ১৫ জন মারা গেছে। এতে আহত হয়েছে আরো ১১ জন। এছাড়া আজাদ কাশ্মিরে বৃষ্টিপাত ও তুষারধসে নিহত হয়েছেন কমপক্ষে ৬৯ জন। এদের মধ্যে রাজ্যের নিলম উপত্যকায় তুষারধসেই নিহত হয়েছেন ১৯ জন। এ ঘটনায় এখনও নিখোঁজ রয়েছে আরো ১০ জন।

ভারী বৃষ্টিপাতের কারণে প্লাবিত হয়েছে বেলুচিস্তানের বেলুচ, খানোজাই সড়ক। এছাড়া জল জমে যাওয়ার কারণে বন্ধ করে দেয়া হয়েছে কোয়েটা-চামান সড়কটিও।

প্রচণ্ড তুষারপাতের কারণে খাইবার পাকতুস্তান অঞ্চলের অবস্থা আরো শোচনীয়। সেখানকার লোয়ারি অ্যাপ্রোচ সড়কটি ২৩ ইঞ্চি পুরু বরফের নিচে ডুবে গেছে। ফলে এখানে বন্ধ রয়েছে সব ধরনের যান চলাচল। পাকিস্তান সেনাবাহিনী হেলিকপ্টারের মাধ্যমে ত্রাণ ও অন্যান্য সহায়তা পৌঁছাচ্ছে।

আপনার মন্তব্য

আলোচিত