আন্তর্জাতিক ডেস্ক

০২ মার্চ, ২০২০ ২৩:১৮

ইরানে করোনায় খামেনির উপদেষ্টার মৃত্যু

করোনা ভাইরাসের সংক্রমণে কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে মারা গেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির উপদেষ্টামণ্ডলীর এক সদস্য।

সোমবার (২ মার্চ) এ তথ্য জানায় ফক্স নিউজ, খালিজ টাইমস, মিডল ইস্ট মনিটরসহ বেশ কয়েকটি আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

ইরানের রাষ্ট্রীয় রেডিওর এক প্রতিবেদনে বলা হয়, খামেনির উপদেষ্টামণ্ডলীর সদস্য ৭১ বছর বয়সী মোহাম্মদ মিরমোহাম্মদি কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে মারা গেছেন। এ রোগে আক্রান্ত হয়ে ইরানে এ পর্যন্ত তিন ঊর্ধ্বতন কর্মকর্তার মৃত্যু হলো।

এর আগে ভ্যাটিকানে ইরানের সাবেক রাষ্ট্রদূত ও কূটনীতিক হাদি খাসরুশাহি এবং গিলান প্রদেশের নব নির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ আলি রামাজানি দস্তক কোভিড-১৯ রোগে মারা যান।

আপনার মন্তব্য

আলোচিত