সিলেটটুডে ডেস্ক

০৫ মার্চ, ২০২০ ১০:৩৩

যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ১১

যুক্তরাষ্ট্রে নভেল করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেঁড়ে ১১ জনে দাঁড়িয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যে করোনাভাইরাসে এক বৃদ্ধের মৃত্যুর পর সেখানে জরুরি অবস্থা জারি করা হয়েছে। কর্মকর্তারা জানায়, ৭১ বছর বয়সী ওই বৃদ্ধ প্রিন্স ক্রুস নামের একটি প্রমোদ তরীর যাত্রী ছিলেন। মৃত ওই বৃদ্ধ প্রমোদ তরীটি দিয়ে গতমাসে যুক্তরাষ্ট্রের স্যান ফ্রান্সিসকো থেকে মেক্সিকো ভ্রমণ করেন।

যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১০ জনই মারা গেছেন ওয়াশিংটন রাজ্যে। তবে টেক্সাস এবং নেবরাস্কায়েও আক্রান্তের সংখ্যা বেড়েছে। এছাড়া যুক্তরাষ্ট্রের ১৬টি রাজ্যে ১৫০ জন করোনা আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসাধীন আছেন। করোনাভাইরাস শনাক্তে পুরো যুক্তরাষ্ট্রে পরীক্ষা ব্যবস্থা আরো জোরদার করার কথা জানিয়েছে হোয়াইট হাউজ।

বিশ্বজুড়ে ৯৩ হাজার মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন । এদের মধ্যে চীনেই আক্রান্ত হয়েছেন ৮০ হাজার। এছাড়া করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ৩ হাজার ছাড়িয়েছে।

করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের শরীরে প্রাথমিক লক্ষণ হিসেবে শ্বাসকষ্ট, জ্বর, সর্দি, কাশির মত সমস্যা দেখা দেয়।

আপনার মন্তব্য

আলোচিত