আন্তর্জাতিক ডেস্ক

০৬ মার্চ, ২০২০ ২১:৪০

করোনাভাইরাসে আক্রান্ত ইরানি রাষ্ট্রদূতের মৃত্যু

এবার করোনাভাইরাসে আক্রান্ত ইরানের কূটনীতিক ও সিরিয়ায় নিযুক্ত সাবেক রাষ্ট্রদূত হোসেইন শাইখল ইসলামের মৃত্যু হয়েছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী জাভাদ জারিফের উপদেষ্টা হিসেবে তিনি কাজ করছিলেন। বৃহস্পতিবার তার মৃত্যুর খবর জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় বার্তাসংস্থা ফার্স।

ফার্স আরও জানায়, দেশটির জাতীয় সংসদের প্রায় ৮ শতাংশ সদস্যই প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত। এমন পরিস্থিতিতে সংসদ অধিবেশন অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। এছাড়া ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে সরকারি কর্মকর্তাদের ওপর।

ইরানে করোনা ভাইরাসে এ পর্যন্ত ১১০ জন মারা গেছেন। এর মধ্যে সোমবার মারা গেছেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শীর্ষ উপদেষ্টা মোহাম্মদ মীর মোহাম্মদী।

এ ভাইরাসে সংখ্যার বিচারে চীনের পর দ্বিতীয় সর্বোচ্চ প্রাণহানি ঘটেছে ইরানেই। ভাইরাসটির প্রকোপ বাড়ার কারণে দেশটির সব প্রদেশের রাজধানীতে জুমার নামাজও স্থগিত করা হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত