সিলেটটুডে ডেস্ক

২৪ সেপ্টেম্বর, ২০১৫ ২২:০১

ওটি-তে সাপ, রোগী রেখে পালালেন চিকিৎসক

এতদিন অভিযোগ ছিল সরকারি হাসপাতালে পর্যাপ্ত কর্মী নেই, পরিকাঠামো নেই৷ কিন্তু বাস্তবে পরিস্থিতি আরো ভয়নক৷ প্রায় এক মাস আগে ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যের গুন্টুর জেলায় ইঁদুরের কামড়ে আইসিইউতে মৃত্যু হয়েছিল ১০ দিনের একটি শিশুর।

বৃহস্পতিবার সরকারি হাসপাতালের অপারেশন টেবিলে মিললো সাপ। সাপের দেখা মিললো রেডিয়েশন রুমেও।

অপারেশন থিয়েটারে অস্ত্রোপচারের জন্য তৈরি হচ্ছিলেন চিকিৎসক। রোসাম্মা নামে বছর ৫৯-এর এক মহিলার ডান হাতের ভাঙা হাড় অস্ত্রোপচার করার কথা ছিল চিকিৎসকের। কিন্তু অপারেশনের আগেই ঘর থেকে উঁকি মারে লম্বা একটি সাপ। ভয়ে ওটি থেকে বেরিয়ে যান চিকিৎসক৷ রোগীর আত্মীয়রা তখন ওটির বাইরে অপেক্ষা করছিলেন বাইরে। হঠাৎ চিৎকার চেঁচামেচিতে সবাই চমকে ওঠেন। অপারেশন থিয়েটার থেকে ছুটে বেরিয়ে যান চিকিৎসক।

তিনি জানান, অপারেশন থিয়েটারে ঘুরে বেড়াচ্ছে বিষাক্ত সাপ। তাই অস্ত্রোপচার করা সম্ভব হলো না। এই ঘটনার পরই ৭২ ঘণ্টা সাফাই অভিযান চালানোর নির্দেশ দেন জেলা শাসক কান্তিলাল দান্দে।

আপনার মন্তব্য

আলোচিত