২৮ সেপ্টেম্বর, ২০১৫ ১৯:৪০
এক টুইটার বার্তায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টুইটার বার্তায় মোদি জন্মদিনের অভিনন্দন জানিয়ে শেখ হাসিনাকে ভারতের বড় বন্ধু হিসেবে আখ্যায়িত করেন।
৬৯ বছরে পা দেওয়া শেখ হাসিনা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বেগম ফজিলাতুন্নেছা মুজিবের জ্যেষ্ঠ সন্তান ১৯৪৭ সালে ২৮ সেপ্টম্বর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন।
জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে বর্তমানে হাসিনা ও মোদি যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন।
'ভারতের বড় বন্ধু' শেখ হাসিনাকে জন্মদিনের অভিনন্দন জানিয়ে টুইটার বার্তায় তাঁর সুখি জীবন ও সুস্বাস্থ্য কামনা করেন ভারতের প্রধানমন্ত্রী।
আপনার মন্তব্য